বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায় | কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায়

বাংলাদেশ থেকে বহু দেশে আপনি যেতে পারবেন কাজের জন্য, পড়াশোনার জন্য কিংবা ব্যবসা করার জন্য। কিছু কিছু দেশে আপনি ভিসা ছাড়াই খুব সহজে যেতে পারবেন। আবার কিছু কিছু দেশে আপনাকে যেতে হলে অবশ্যই ভিসা এবং পাসপোর্ট করতে হবে। আবার কোন কোন দেশে যেতে হলে সরকারি ভিসা ছাড়া যাওয়ার উপায় নেই। 
বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায় জেনে নিন সঠিক তথ্য
আজকে আমরা পাসপোর্ট ও ভিসা দিয়ে কোন কোন দেশে যেতে পারবেন সেটা জানার পাশাপাশি কোন কোন দেশে যেতে কোন প্রকার ভিসার প্রয়োজন নেই শুধুমাত্র পাসপোর্ট এর প্রয়োজন সে সব দেশের তালিকাও জানবো।

বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায়

বাংলাদেশ থেকে যেসব দেশে যেতে পারবেন তার তালিকা নিম্নরূপ:
  • অস্ট্রিয়া
  • পোল্যান্ড
  • বেলজিয়াম
  • বুলগেরিয়া
  • ক্রোয়েশিয়া
  • সাইপ্রাস
  • চেক প্রজাতন্ত্র
  • ডেনমার্ক
  • এস্তোনিয়া
  • ফিনল্যান্ড
  • যুক্তরাষ্ট্র
  • মালয়েশিয়া
  • থাইল্যান্ড
  • সিঙ্গাপুর
  • ভারত
  • ফ্রান্স
  • জার্মানি
  • গ্রিস
  • হাঙ্গেরি
  • আইরিশ প্রজাতন্ত্র
  • ইতালি
  • লাটভিয়া
  • লিথুয়ানিয়া
  • লুক্সেমবার্গ
  • মালটা
  • নেদারল্যান্ডস
  • পর্তুগাল
  • রোমানিয়া
  • স্লোভাকিয়া
  • স্লোভেনিয়া
  • স্পেন
  • সুইডেন
  • যুক্তরাজ্য
  • মিশর
  • সুদান
  • লিবিয়া
  • তিউনিশিয়া
  • আলজেরিয়া
  • দক্ষিণ সুদান
  • ইরিত্রিয়া
  • ইথিওপিয়া
  • মোজাম্বিক
  • তানজানিয়া
  • কেনিয়া
  • সোমালিয়া
  • জিবুতি
  • মৌরিতানিয়া
  • মরক্কো
  • সিসিলি
  • মৌরিশাস
  • কমরোস
  • মালাবি
  • জিম্বাবুয়ে
  • সোয়াজিল্যান্ড
  • ঘানা
  • মালি
  • আইভোরিকোস্ট
  • লাইবেরিয়া
  • সিয়েরালিওন
  • গিনি বিসাউ
  • গিনি
  • সেনেগাল
  • কেপভার্দে
  • টোগো
  • বেনিন
  • বুরকিনা ফাসো
  • জায়ারে
  • কঙ্গো
  • ক্যামেরুন
  • মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  • চাদ
  • নাইজার
  • নাইজেরিয়া
  • নামিবিয়া
  • দক্ষিণ আফ্রিকা
  • বোতসোয়ানা
  • লেসোথো
  • কারাজোস
  • পশ্চিম সাহারা
  • জায়ারে
  • কঙ্গো
  • রুয়ান্ডা
  • বুরুন্ডি
  • গ্যাবন
  • এঙ্গোলা

কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায়

বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায় তার তালিকা নিচে দেওয়া হলো:
  • ভুটান
  • ইন্দোনেশিয়া
  • মালদ্বীপ
  • নেপাল
  • শ্রীলঙ্কা 
  • তিমুর
  • কেপ ভার্দ দ্বীপপুঞ্জ
  •  কমোরোস দ্বীপপুঞ্জ
  •  গাম্বিয়া
  •  গিনি বিসাউ
  •  কেনিয়া
  •  লেসোথো
  •  মাদাগাস্কার
  •  মৌরিতানিয়া
  •  মোজাম্বিক
  •  রুয়ান্ডা
  •  সেনেগাল
  •  সিসিলি
  •  সিয়েরা লিওন
  •  সোমালিয়া
  •  টোগো
  •  উগান্ডা
  •  কুক আইল্যান্ডস
  •   ফিজি
  •   মাইক্রোনেশিয়া
  •   নিউই
  •   সামাউ
  •   টুভালু 
  •   ভানুয়াতু
  •   বাহামা
  •   বার্বাডোজ
  •   ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস
  •   ডোমিনিকা
  •    গ্রেনাডা
  •    হাইতি
  •    জামাইকা
  •    মন্টসেরাত
  •    সেন্ট কিটস অ্যান্ড নেভিস
  •    সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স 
  •    ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো
  •    বলিভিয়া
আশা করি, বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায় নিয়ে লেখা আর্টিকেলটি পড়ে অনেক উপকৃত হয়েছেন। আমারা এই আর্টিকেলটি অনেক রিসার্চ করে নির্ভুল ও সঠিকভাবে লিখেছি। আমরা সব সময় চেষ্টা করি, আমাদের সম্মানিত পাঠকদের নিকট নির্ভুল ও সঠিক তথ্য উপস্থাপন করতে। যেকোনো ধরনের জিজ্ঞাসা থাকলে বা আমাদের কোন ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার প্রতি শেষ পর্যন্ত পড়ার জন্য।
Next Post Previous Post