দাউদের এন্টিবায়োটিক | ট্যাবলেট | ক্যাপসুল | খাওয়ার নিয়ম | দাম

দাদ আঞ্চলিক ভাষায় দাউদ হিসেবে পরিচিত। এটি অতি পরিচিত রোগ। এই রোগের নাম শুনে নাই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল হবে। জেনে নিন দাউদের এন্টিবায়োটিক ঔষধ সম্পর্কে বিস্তারিতএটা ছত্রাক জনিত রোগ। রিংওয়ার্ম নামক এক ধরনের ছত্রাকের সংক্রমনে দাউদ বা দাদ রোগটি হয়ে থাকে। এটি একটি ত্বকের সংক্রামক রোগ। রিংওয়ার্ম ছত্রাকটি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডার্মাটোফাইটোসিস নামে পরিচিত।

দাউদ হওয়ার কারণ

দাউদ বিভিন্ন কারণে হতে পারে। কিছু সম্ভাব্য কারণ উল্লেখ করা হলো:
  • আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার করলে।
  • আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে।
  • অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় পরিধান করলে।
  • ছত্রাকের সংক্রমণ

দাউদ বা দাদ হলে করণীয়

  • এটি ছোয়াচে চর্মরোগ তাই আক্রান্ত হওয়ার সাথে সাথে সঠিক চিকিৎসা নিতে হবে রোগীকে।
  • বসবাসের জায়গাসহ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • জামাকাপড় ঘন ঘন পরিষ্কার করতে হবে।
  • সংক্রমিত স্থান পরিষ্কার করতে হবে বারবার। অন্যের কোন জিনিসপত্র ব্যবহার করা যাবে না।
  • সংক্রমিত স্থান প্রতিদিন সাবান ও হালকা গরম পানি দিয়ে ধুতে পারেন।
  • অবশ্যই দাউদের এন্টিবায়োটিক ট্যাবলেট কিংবা ক্যাপসুল খাবেন। তবে ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে।

দাউদের এন্টিবায়োটিক

কিছু কার্যকরী ঔষধের নাম নিচে উল্লেখ করা হলো যেগুলো এন্টিবায়োটিকের মত কাজ করে থাকে। 

এক্সফিন ট্যাবলেট

সেবন বিধি: এক্সফিন ট্যাবলেট স্কয়ার কোম্পানির একটি ঔষধ। যার গ্রুপ নাম হল টারবিনাফিন হাইড্রোক্লোরাইড। প্রতিদিন ১ টি করে ৩০ দিন এই ট্যাবলেট সেবন করতে হবে। খাওয়ার পর ভরা পেটে সেবন করবেন। 

পার্শ্ব প্রতিক্রিয়া: ডায়রিয়া, বদহজম, পেটে ব্যথা, অবসাদ, বমি, চুল পড়া ইত্যাদি। মাঝারি আকার ধারণ করলে ঔষধ গ্রহণ বন্ধ করতে হয়। 

দাম: স্কয়ার কোম্পানির এই ট্যাবলেট যেকোনো ফার্মেসি থেকে প্রতি পিস ৪০ টাকা দিয়ে কিনতে পারবেন। 

একই গ্রুপের অন্য কোম্পানির দাউদের ট্যাবলেট এর নাম নিচে উল্লেখ করা হলো:
  • টারবিফিন ট্যাবলেট (প্রতি পিস ৫০ টাকা)

ওমাস্টিন ক্যাপসুল

সেবন বিধি: ওমাস্টিন ক্যাপসুল বাংলাদেশের স্বনামধন্য বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। তার গ্রুপ নাম হল ফ্লুকানাজোল। প্রতিদিন ৫০ মি.গ্রা. একটি ট্যাবলেট সেবন করতে হবে। ৭ থেকে ১৪ দিন সেবন করা লাগে। ১৪ দিনের বেশি খাওয়া যাবে না। শিশুদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন। 

পার্শ্ব প্রতিক্রিয়া: বমি, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, ডায়রিয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। 

দাম: এটি বেক্সিমকো কোম্পানির ঔষধ। যেটির প্রতি পিস ট্যাবলেট এর দাম ২২ টাকা মাত্র। 

একই গ্রুপের অন্য কোম্পানির দাউদের ক্যাপসুল এর নাম:
  • ফ্লুগাল ক্যাপসুল (প্রতি পিস ৮.০৭ টাকা)
Next Post Previous Post