ইন্ডিয়ান পণ্য বর্জন করুন।

ইমকন ১ পিল খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া

ইমকন ১ ইমারজেন্সি পিলটি সাধারণত জন্মনিরোধক হিসেবে ব্যবহার করা হয়। এই পিলটি সেবন করলে অরক্ষিত সহবাসে ডিম্বাণু ও শুক্রাণুর নিষিদ্ধকরণ প্রতিরোধ করে থাকে। এটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ করার জন্য অনুমোদিত নয়। এই ইমারজেন্সি পিল এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। 

ইমকন ১ পিল খাওয়ার নিয়ম জানুন বিস্তারিত

ইমকন ১ পিলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে?

যেসব পরিস্থিতিতে এই পিল ব্যবহার করা যেতে পারে-

  • সঙ্গিনীর সাথে মিলনের ক্ষেত্রে যদি কোন কারণে জন্মনিয়ন্ত্রনের কোন পদ্ধতি অবলম্বন না করে থাকেন।
  • একটানা তিন দিন যদি জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেতে ভুলে যান।
  • মিলনের সময় কোন কারণে কনডম ফেটে গেলে।
  • ধর্ষণজনিত পরিস্থিতিতে।
  • কোন কারণে সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে।

ইমকন ১ পিল খাওয়ার নিয়ম

ইমকন ১ পিল সেবন করার নিয়ম একদম সহজ। এটা ইমারজেন্সি পিল হওয়ায় জরুরী পরিস্থিতি ছাড়া এটি ব্যবহার করা নিষিদ্ধ। অরক্ষিত সহবাসের ৭২ ঘণ্টার মধ্যে ইমকন ১ পিলটি সেবন করতে হবে। এটি মুখে সেবনযোগ্য একটি ঔষধ। এক গ্লাস পানির সাথে এই পিলটি খেতে হবে। মিলনের ১২ ঘণ্টার মধ্যে এই পিল খাওয়া উত্তম। তবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এই পিলটি খাওয়া বাধ্যতামূলক।

চাইলে এই পিল খেয়ে ১২ ঘণ্টার মধ্যে সহবাস করতে পারেন। অথবা সহবাস করার ১২ ঘণ্টার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে এই পিলটির কার্যকারিতা ৯৯.৯৯% ঠিক থাকবে। কোন কারনে ১২ ঘণ্টার মধ্যে এই পিলটি সেবন করতে না পারলে অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যে সেবন করা বাধ্যতামূলক্য হবে। আপনি চাইলে নোরিক্স পিল খাওয়ার নিয়ম জানতে পারেন।

ইমকন ১ এর পার্শ্বপ্রতিক্রিয়া 

  • মাথা ব্যথা করতে পারে।
  • বমি বমি ভাব হতে পারে।
  • শরীর দুর্বল হতে পারে।
  • শরীর লেলিয়ে বা নেতিয়ে পড়তে পারে।
  • মাথা ঘুরতে পারে।
  • অনিয়মিত পিরিয়ড সমস্যা হতে পারে।
  • অনিয়মিত রক্তপাত হতে পারে।
  • পেটে ব্যথা হতে পারে।
  • মেয়েদের স্তনে অস্বস্তি লাগতে পারে।
  • কখনো কখনো পেটে মোচড় দিতে পারে।
  • শারীরিকভাবে অনেক দুর্বল লাগতে পারে।
  • পরবর্তী পিরিয়ড সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

ইমকন ১ এর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। শরীরের জন্য এটি অনেক বেশি ক্ষতিকর। ইমারজেন্সি পরিস্থিতি ছাড়া এই পিলটি ব্যবহার করা উচিত নয়। তাই সবসময় মিলনের পূর্বে কনডম বা স্বল্পকালীন জন্ম নিয়ন্ত্রণের পিল সেবন করবেন।

ইমকন বেশি খেলে কি হয়?

ইমকন ১ পিল বেশি খেলে শরীরে নানা রকম জটিলতা তৈরি হতে পারে। এ ধরনের ইমারজেন্সি পিল ব্যবহার না করায় উত্তম। তারপরেও অনাকাঙ্ক্ষিত কোন কারণে যদি এই পিলটি ব্যবহার করতে হয় তবে ব্যবহার করতে পারবেন। 

কিন্তু কখনো একাধিকবার খাওয়ার চেষ্টা করবেন না। ইমকন বেশি খেলে অনিয়মিত পিরিয়ড, রক্তপাত এবং বন্ধ্যাত্বের মত জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সব সময় চেষ্টা করবেন ইমারজেন্সি পিলগুলো এড়িয়ে চলার এবং কনডম কিংবা স্বল্পকালীন জন্মবিরতিকরণ পিল ব্যবহার করার।

ইমকন ১ পিল এর দাম কত?

ইমকন ১ পিল এর বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র ৭০ টাকা। নিকটস্থ যেকোনো ফার্মেসির দোকান থেকে এই পিলটি আপনি সহজে ক্রয় করতে পারবেন।

ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয়?

ইমকন ১ পিল খাওয়ার পর আপনার মাসিকের বিলম্ব হবে। অর্থাৎ আপনার পূর্ববর্তী পিরিয়ডের সময় থেকে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে। এমন কী এর চেয়েও বেশি পিছিয়ে যেতে পারে। তবে দুই সপ্তাহের বেশি পিরিয়ডের সময় পিছিয়ে গেলে বা বিলম্ব হলে অবশ্যই নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন।

Next Post Previous Post

ইন্ডিয়ান পণ্য বর্জন করুন।