বমি বন্ধ করার ট্যাবলেট ঔষধ এর নাম বাংলাদেশ | খাওয়ার নিয়ম

বমি আসলে কোন ধরনের রোগ নয়। যদিও অনেকে এটাকে ব্যাধি মনে করে থাকে। শরীরের কোন রোগ কিংবা পরিস্থিতির কারণে সাধারণত বমি হয়ে থাকে। এটা এমন কোন সমস্যা নয় যে যার জন্য মানুষকে দুশ্চিন্তা করতে হবে। এটি হলে পাকস্থলীর খাবার মুখ দিয়ে বেরিয়ে আসে। 

বমি হওয়ার কারণ

বমি বিভিন্ন কারণে হতে পারে। নিচে কিছু সম্ভাব্য কারণ তুলে ধরা হলো: 

  • অতিরিক্ত ওষুধ সেবন
  • মাইগ্রেনজনিত মাথা ব্যথা
  • যানবাহনে চলাচলের সময় বমি
  • ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত ইনফেকশন
  • হজমে সমস্যা
  • অতিরিক্ত মদ্যপান
  • অতিরিক্ত আহার
  • পেটে এসিডিটিজনিত সমস্যা
  • গলব্লাডারে সমস্যা
  • লিভারের সমস্যা
  • অতিমাত্রায় মানসিক চাপ
  • ভীতি
  • ফুড এলার্জি
  • পেটের আলসার
  • পেটে প্রদাহ বা গ্যাস্ট্রাইটিস
  • তীব্র বা ঝাঁঝালো গন্ধযুক্ত পদার্থের ঘ্রান নাকে প্রবেশ করা
  • বাওয়েল অবস্ট্রাকশন 
  • তীব্র কোষ্ঠকাঠিন্য
  •  এপেনডিসাইটিস 
  • শিশু ও গর্ভবতী মহিলাদের বমি হওয়া

বমি হলে করণীয় ও প্রতিরোধ করতে কিছু টিপস

বমি বন্ধ করতে ওষুধ ছাড়াই ব্যবস্থা গ্রহণ করা যায়। নিম্নে কিছু টিপস দেয়া হলো যেগুলো বমি প্রতিরোধে ভূমিকা পালন করবে।
  • যখন দেখবেন বমি বমি ভাব হচ্ছে তখন কয়েকবার লম্বা লম্বা শ্বাস নেবেন।
  • আদা দিয়ে চা খেতে পারেন।
  • যানবাহন (যেমন: গাড়ি, বাস, ট্রেন বা প্লেন) ওটার পূর্বে বমির ট্যাবলেট ঔষধ খেয়ে নিন।
  • যদি এসিডিটি প্রবলেম থাকে তাহলে পেটে গ্যাস কমানোর ঔষধ খাবেন।
  • অতিরিক্ত তেল জাতীয় খাবার পরিহার করুন।
  • অতিরিক্ত পেট ভরে খাওয়া থেকে বিরত থাকুন।
  • ঠান্ডা জ্বর কিংবা কাশি হলে প্রয়োজনীয় ওষুধ খান।
  • বমি হওয়ার পর খাবার স্যালাইন খেতে পারেন।

বমি বন্ধ করার ঔষধ এর নাম সম্পর্কে বিস্তারিত

বমি বন্ধ করার ট্যাবলেট ঔষধ এর নাম বাংলাদেশ

ভার্টিনা প্লাস ট্যাবলেট (বমির ট্যাবলেট খাওয়ার নিয়ম)

খাওয়ার নিয়ম: ভার্টিনা প্লাস স্কয়ার কোম্পানির একটি ট্যাবলেট ওষুধ। ১২ বছরের কম বয়সী বাচ্চাদের এই ট্যাবলেট খাওয়ানো যাবে না। ভ্রমণের সময় এই ট্যাবলেট আধা ঘন্টা পূর্বে সেবন করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রতিদিন তিনটি ট্যাবলেট খেতে হবে। সকালে একটি বিকালে একটি এবং রাতে একটি করে ট্যাবলেট করতে হবে। যতক্ষণ পর্যন্ত বমি বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এটি সেবন করতে পারবেন। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি সেবন করা যাবে। 

দাম: ভার্টিনা প্লাস প্রতিটি ট্যাবলেট এর মূল্য ৩.০১ এবং প্রতি পাতার মূল্য ৩০.১০ টাকা মাত্র। 

মোটিগাট ট্যাবলেট

খাওয়ার নিয়ম: মোটিগাট স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ট্যাবলেট ওষুধ। যার গ্রুপ নাম হলো ডমপেরিডন ম্যালিয়েট। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা খাবার গ্রহণের ১৫ থেকে ৩০ মিনিট পূর্বে এটি গ্রহণ করবে। প্রতি চার থেকে আট ঘন্টা পর পর একটি করে ট্যাবলেট সেবন করতে পারবে। অপ্রাপ্ত বয়স্কদের চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে। বাচ্চাদের মোটিগাট সিরাপ পাওয়া যায়।

দাম: মোটিগাট প্রতিটি ট্যাবলেট এর মূল্য ৩.৫০ এবং প্রতি পাতার মূল্য ৩৫ টাকা মাত্র। 

এছাড়া আরো কিছু কার্যকরী এবং প্রচলিত বমির ট্যাবলেট ঔষধের নাম নিচে দেওয়া হল:

  • Emirest ODT
  • Emistat 8 MG
  • Emezin Plus
  • Joytrip Tablet
  • Apidone
  • Vomiton
  • Zofra ODT 4 Tablet
  • অমিডন ট্যাবলেট

এসব ট্যাবলেটগুলো বড়দের বমির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ছোটদের বমির ক্ষেত্রে আলাদা ওষুধ ব্যবহার করতে হবে। আমরা এটি নিয়ে আলাদা একটি আর্টিকেল লিখেছি চাইলে পড়তে পারেন। 

আরো পড়ুন: 

Next Post Previous Post