শ্বাসকষ্টের ট্যাবলেট ঔষধের নাম [খাওয়ার নিয়ম ও দাম]

জেনে নিন শ্বাসকষ্টের ট্যাবলেট ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত
শ্বাসকষ্ট সমস্যা শীতকালে রোগীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। বিশেষ করে শীতকালে হাঁপানি ও অ্যাজমা রোগীদের মধ্যে শ্বাসকষ্টে সমস্যা ব্যাপক আকার ধারণ করে। এই সমস্যার কারণে মানুষের মধ্যে শ্বাস নেওয়া জনিত সমস্যা, শ্বাস নিতে না পারা, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি সমস্যাগুলো দেখা যায়।

শ্বাসকষ্টের কারণ

  • সর্দি ও ঠান্ডা লাগলে
  • হাঁপানি ও এলার্জি
  • শিশুদের অ্যাডনয়েড নামক সমস্যা থাকলে
  • সাইনোসাইটিস, হার্ট ফেইলিওর, নিউমোনিয়া
  • নাকের সমস্যা

শ্বাসকষ্টের ট্যাবলেট ঔষধের নাম

  • ব্রডিল ৪/
  • ডেক্সোভেন ২০০
  • স্যালমোলিন (ইনহেলার)
  • বেক্সিট্রল (ইনহেলার

ডক্সিভা ২০০ ট্যাবলেট

কাজ: এটি নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড কোম্পানির ওষুধ। এই ট্যাবলেট শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা এবং কাশি থাকলে দূর করে থাকে।

সেবনবিধি: ডক্সিভা ২০০ মিঃগ্রাঃ প্রতিদিন সকালে এবং রাতে একটি করে খেতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য ৪০০ মিলিগ্রাম ট্যাবলেট রয়েছে। প্রয়োজনে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

দাম: ডক্সিভা ২০০ মিঃগ্রাঃ ট্যাবলেট এর দাম মাত্র ৮ টাকা। ৪০০ মিঃগ্রাঃ ট্যাবলেট এর দাম মাত্র ১২ টাকা।

মোনাস ১০ ট্যাবলেট

কাজ: এটি একমি ল্যাবরেটরীজ কোম্পানির একটি মেডিসিন। এর গ্রুপ নাম হল মন্টিলুকাস্ট সোডিয়াম।এটি শ্বাসকষ্ট এবং কাশির জন্য কাজ করে থাকে।

সেবনবিধি: এটা আপনার প্রতিদিন একটি করে সেবন করতে হয় রাতের বেলা। খাওয়ার পর ভরা পেটে সেবন করবেন। এই ওষুধ সাধারণত দীর্ঘদিন খেতে হয়। তিন মাস একটানা খেতে হবে। তারপরেও যদি ভালো না হয় তবুও আপনাকে খেতে হবে যতদিন না ভালো হবে। বাচ্চাদের জন্য মোনাস ৫ নামে ট্যাবলেট পাওয়া যায়।

দাম: প্রতিটি মোনাস ১০ ট্যাবলেট এর দাম মাত্র ১৭.৫০ টাকা। প্রতি পাতার দাম ২৬২.৫০ টাকা।

শ্বাসকষ্ট হলে কি ঔষধ খেতে হবে?

ফেনাডিন ১২০ ট্যাবলেট

কাজ: এটি রেনেটা লিমিটেড কোম্পানির একটি ওষুধ। যার গ্রুপ নাম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি শ্বাসকষ্টের জন্য খাওয়া হয় বিশেষ করে ঠান্ডার কারণে হলে। কারো যদি ঠাণ্ডা, সর্দি এবং কাশি হয় তাহলে এটি খেতে পারেন।

সেবনবিধি: এই ট্যাবলেট প্রতিদিন ১টি করে খেতে হয়। এটিও শুধুমাত্র রাতের বেলা খেতে হবে। খাওয়ার পর ভরা পেটে খাবেন। এ ধরনের ওষুধ অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।

দাম: ফেনাডিন ১২০ ট্যাবলেট প্রতিটির দাম ৯ টাকা মাত্র।

এছাড়া আরো কিছু ওষুধ রয়েছে সেগুলো সেবন করতে পারেন:
  • ব্রডিল ৪/২ ট্যাবলেট
  • ডেক্সোভেন ২০০ ট্যাবলেট

বিশেষ সতর্কতা: বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে। এজন্য ডাক্তাররা বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের ওষুধ দিয়ে থাকেন। তাই বিশেষজ্ঞ বিশেষ করে পরামর্শ ব্যতীত কোন ধরনের ওষুধ সেবন করবেন না।

Next Post Previous Post