নরমেন্স ট্যাবলেট এর কাজ কি, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া [সবকিছু বিস্তারিত]
Normens Tablet এর এর কাজ ও উপকারিতা
বন্ধ্যাত্বজনিত সমস্যার কারণেও এই ট্যাবলেটটি মেয়েরা সেবন করতে পারেন। কারো যদি মাসিকের কারণে অনিয়মিত ব্যাথা হয় তাহলেও এটি খেতে পারে।
নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
এই ট্যাবলেট একটানা ২১ দিন খেতে হবে। প্রতিদিন তিনটি করে ট্যাবলেট সেবন করতে হয়। তারপর আবার বিরতি দিতে হয় ৭ দিন। বিরতি সময় হলে সাধারণত মেয়েদের মাসিক হয়ে থাকে। এরপর আবার ২১ দিন একটানা খেতে হয়। তারপর আবার বিরতি দিতে হয় ৭ দিন। এরপর আবার ২১ দিন সেবন করতে হবে। এভাবে তিন মাস চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।
নরমেন্স ট্যাবলেট এর সাইড ইফেক্ট/পার্শ্বপ্রতিক্রিয়া
- চোখের দৃষ্টি সমস্যা
- বমি বমি ভাব
- মাথা ব্যথা
- মাইগ্রেন সমস্যা
- ত্বকের সমস্যা
Normens Tablet এর দাম কত?
প্রতি পিস ট্যাবলেট এর দাম ৬.৫০ টাকা মাত্র।
নরমেন্স ট্যাবলেট সম্পর্কিত (FAQs)
গর্ভাবস্থায় নরমেন্স খেলে কি হয়?
গর্ভাবস্থায় এই ট্যাবলেট খেলে মা ও গর্বের শিশু উভয়ের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি গর্ভের সন্তান মারাও যেতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় এর ট্যাবলেট কোন কাজ করে না।
নরমেন্স ট্যাবলেট খেলে কি মোটা হয়?
এই ট্যাবলেট খেলে মোটা হয় না। কারণ এটি মোটা হওয়ার কোন ট্যাবলেট নয়। এই ট্যাবলেট মাসিক সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে সাধারণত মেয়েরা খেয়ে থাকে।
নরমেন্স ট্যাবলেট খাওয়া কালিন সহবাস করলে কি বাচ্চা হয়?
এসময় মাসিক নিয়মিত হলে অবশ্যই বাচ্চা হবে। অর্থাৎ আপনার অনিয়মিত পিরিয়ড যদি নিয়মিত হয় ওষুধ খাওয়ার ফলে তাহলে অবশ্যই স*হবাস করলে বাচ্চা হবে। উচিত হবে স্বামীকে ক*ন*ডম ব্যবহার করতে বলা।
নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়?
নরমেনস ট্যাবলেট খাওয়ার ১-৭ পর মাসিক হয়। অর্থাৎ এই ঔষধ খাওয়া বন্ধ করার ৭ দিনের মধ্যে মাসিক হয়।