জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম [সঠিক অর্থসহ]

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম কি কি জানতে পারবেন
ইসলাম ধর্মে বিশ্বাসীরা প্রত্যেকে চায় তার সন্তানের নাম ইসলামিক অর্থপূর্ণ হোক। সন্তানের নাম ইসলামিক রাখার গুরুত্ব রয়েছে। এজন্য অনেক সময় অভিভাবকেরা সন্তানের নাম রাখার জন্য পুরুষ সাহাবীদের নাম ও মহিলা সাহাবীদের নাম অর্থসহ জানতে চায়। 

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম

মুসলমানদের সংস্কৃতি রক্ষার্থে তাদের পূর্বসূরীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা উচিত। এরকম মতবাদ প্রচলিত আছে যে, সাহাবী ও নবীদের নামের সাথে মিলিয়ে ইসলামিক নাম রাখলে আল্লাহ সেই উছিলায় শেষ বিচারের দিন ক্ষমা করে দিতে পারে সমস্ত গুনাহ। মুসলিম উম্মাহ এই বিষয়টি অত্যাধিক গুরুত্বের সাথে দেখে।

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পুরুষ সাহাবীদের নাম

  1. আবু বকর সিদ্দীক (রাঃ)
  2. তালহা বিন উবায়দুল্লাহ (রাঃ)
  3. উসমান বিন আফফান (রাঃ)
  4. আবূ উবাইদাহ বিন জাররাহ (রাঃ)
  5. আবদুর রহমান বিন আওফ (রাঃ)
  6. সাঈদ বিন যায়দ (রাঃ)
  7. সা’দ বিন আবী ওয়াক্কাস (রাঃ)
  8. যুবাইর বিন আওম (রাঃ)
  9. আলী বিন আবী তালীব (রাঃ)
  10. উমার বিন খাত্তাব (রাঃ)

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

  1. সুয়াইরা আল আসাদিয়া রা.
  2. সুমাইয়া রা. (ইসলামের ইতিহাসে প্রথম শহিদ)
  3. ফাতিমা রা. (রাসূল (সাঃ) এর কন্যা ও আলী রা. এর স্ত্রী)
  4. আসিয়া আ. (ফেরআউনের স্ত্রী)
  5. হাফসা রা. (রাসূল (সাঃ) এর স্ত্রী এবং উমর রা. এর কন্যা)
  6. গুমায়সা বিনতে মিলহান রা.
  7. উম্মে হারাম বিনতে মিলহান (আনাস রা. এর খালা)
  8. খাদিজা বিনতে খুওয়াইলিদ রা. (রাসূল (সাঃ) এর স্ত্রী) 
  9. মরিয়ম বিনতে ইমরান আ. (আল্লাহর রাসূল আঃ এর মা)
  10. আয়েশা রা. (রাসূল (সাঃ) এর স্ত্রী এবং আবু বকর সিদ্দীক রা. এর কন্যা)
  11. রবী বিনতে মুআওয়ায 
  12. উম্মে সুলাইম রা. (আবু তালহা রা. এর স্ত্রী)
Next Post Previous Post