জেনে নিন Motigut এর কাজ কি, খাওয়ার নিয়ম ও দাম [বিস্তারিত]

জেনে নিন Motigut 10 mg এর কাজ কি বিস্তারিত
মোটিগাট ট্যাবলেটটি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি মেডিসিন। এই ট্যাবলেট এর মূল উপাদান হলো ডমপেরিডন ম্যালিয়েড। 

Motigut 10 mg এর কাজ কি

এই ট্যাবলেটটি নানা রকম কাজ করে থাকে।  নিম্নে উল্লেখ করা হলো:

  • বমি বমি ভাব বা বমি
  • খাবারে অরুচি
  • হজম প্রক্রিয়ায় সমস্যা
  • গ্যাসের সমস্যা হলে
  • অল্প খাবারে তুষ্টি হলে
  • পায়খানা কষা হলে
  • গ্যাসের বায়ু উপরের দিকে উঠলে
  • ঢেকুর তোলা
  • পেটের উপরে অংশে ব্যথা
  • পেটের উপরে অংশে ভারবোধ
  • পেটের উপরে দিকে ফাঁপা বোধ
  • পেট ফাঁপা দিলে
  • বুক জ্বালা করলে
  • পেটের খাবার উপরের দিকে উঠে আসলে
  • কারো আলসারবিহীন অজীর্ন রোগ থাকলে

মোটিগাট  কিসের ঔষধ?

মোটিগাট তীব্র বমি বমি ভাব ও পেট ফাঁপার ঔষধ।

Motigut ট্যাবলেট খাওয়ার নিয়ম

এই ট্যাবলেট খাবার খাওয়ার ১৫-২০ মিনিট পূর্বে দিনে ৩ বার সেবন করা যাবে। খুব বেশি প্রয়োজন হলে রাতে ঘুমানোর পূর্বে এই ট্যাবলেট খেয়ে ঘুমানো যাবে। প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের ১ থেকে ২টি ট্যাবলেট খেতে হবে। ৬ থেকে ৮ ঘন্টা পর পর এটা সেবন করার নিয়ম। শিশুদের জন্য সিরাপ রয়েছে। ১২ সপ্তাহের বেশি এই ঔষধ সেবন করা যায় না। চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা যায় না। 

মোটিগাট এর পার্শ্বপ্রতিক্রিয়া

ঔষধ মানেই পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। তবে সবার ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। যেকোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ভালোভাবে জানা উচিত। এই ট্যাবলেট সেবন করলে নিম্নে উল্লেখিত সমস্যা সমূহ দেখা দিতে পারে:

  • মুখ শুষ্ক হয়ে যাওয়া
  • ডায়রিয়া হতে পারে
  • দুশ্চিন্তা হতে পারে
  • শরীর দুর্বল হয়ে যেতে পারে
  • চুলকানি হওয়ার সম্ভাবনা রয়েছে
  • শরীরের ত্বকে ফুসকুড়ি হতে পারে
  • নিদ্রা ভাব হতে পারে

Motigut এর দাম কত?

প্রতি পিস ১০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম ৩.৫০ টাকা।

কিছু সতর্কতা 

প্রতিদিন ৩টি ট্যাবলেট সেবন করতে হবে। এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে না। এতে করে গর্ভের সন্তানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। স্তনদানকালীন মায়েদেরও এটি খাওয়া যাবে না। তবে যেকোনো বয়সের শিশুদের সিরাপ খাওয়ানো যাবে।

Next Post Previous Post