Tryptin 10 Tablet এর কাজ কি, কিসের ঔষধ, খাওয়ার নিয়ম [সবকিছু বিস্তারিত]


জেনে নিন Tryptin 10 এর কাজ কি
ট্রিপটিন  ট্যাবলেট স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানি একটি ঔষধ। এটি বাজারে ১০ ও ২৫ মি.গ্রা. ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই ট্যাবলেট এর গ্রুপ নাম বা জেনেরিক নাম হলো এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড।

ট্রিপটিন ট্যাবলেট এর কাজ কি

এই ট্যাবলেট বিভিন্ন রকম উপসর্গের কারণে নির্দেশিত হয়ে থাকে। এর কাজ সমূহ: 

  • শিশুরা রাতে বিছানায় প্রস্রাব করলে
  • মাইগ্রেন প্রতিরোধে কাজ করে
  • দুশ্চিন্তাজনিত মাথা ব্যাথা হলে 
  • বিষন্নতা
  • দীর্ঘমেয়াদি যেকোনো ব্যথা হলে
  • মানসিক চাপ থাকলে
  • ঘুমের অভাব থাকলে 

Tryptin কিসের ঔষধ?

এই ট্যাবলেট দুশ্চিন্তা বা টেনশন বা বিষন্নতার ঔষধ। সহজ কথায় এটিকে আপনি ঘুমের ওষুধ বলতে পারেন।

ট্রিপটিন ট্যাবলেট খাওয়ার নিয়ম

এই ট্যাবলেট খাওয়ার নিয়ম রোগভেদে ভিন্ন হয়ে থাকে। আপনি কোন রোগ প্রতিরোধে এই ট্যাবলেট সেবন করবে সেটার উপর নির্ভর করে ট্যাবলেট সেবনের নিয়ম। ওষুধের সেবন মাত্রা নির্ধারণের জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। এটি ঘুমের ওষুধ। এ ধরনের ওষুধ সেবন করলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এজন্য এই ট্যাবলেট সেবনের সঠিক নিয়ম একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে জানতে হবে। গুগল সার্চ বা ইউটিউব সার্চ করে এ ধরনের ওষুধ ভুলেও খাবেন না।

Tryptin এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই ট্যাবলেট সেবনে অসংখ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ট্যাবলেট সেবনে কারো কারো ক্ষেত্রে নিম্নে উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে:

  • অতিরিক্ত স্বেদ সমস্যা হতে পারে 
  • শুষ্ক গলা সমস্যা হতে পারে
  • ঝাপসা দৃষ্টি সমস্যা হতে পারে
  • অত্যধিক জ্বর সমস্যা হতে পারে
  • ইউরিনারি রিটেনশন সমস্যা হতে পারে
  • মুত্রনালীর প্রসারণ সমস্যা হতেপারে
  • নিম্ন রক্তচাপ সমস্যা হতে পারে
  • মুৰ্ছা সমস্যা হতে পারে
  • উচ্চ রক্তচাপ সমস্যা হতে পারে
  • হৃৎপিন্ডের দ্রুত কার্য সমস্যা হতে পারে
  • বুক ধড়ফড় করা সমস্যা হতে পারে
  • দ্বিধান্বিত অবস্থা সমস্যা হতে পারে
  • মনোনিবেশের অভাব সমস্যা হতে পারে
  • দিকস্থিতি বিভ্রান্ত সমস্যা হতে পারে
  • ভ্রান্ত বিশ্বাস সমস্যা হতে পারে
  • চুলকানি সমস্যা হতে পারে
  • অস্থিমজ্জা কমে যাওয়া সমস্যা হতে পারে
  • বমি বমি ভাব সমস্যা হতে পারে
  • ডিসট্রেস সমস্যা হতে পারে
  • বমি সমস্যা হতে পারে
  • ক্ষুধা সমস্যা হতে পারে
  • স্বাদ পরিবর্তন সমস্যা হতে পারে
  • ওজন হ্রাস পাওয়া সমস্যা হতে পারে
  • ডায়রিয়া সমস্যা হতে পারে
  • কৌষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে
  • পুরুষের স্তন বৃদ্ধি সমস্যা হতে পারে
  • স্তনবৃদ্ধি সমস্যা হতে পারে

খাওয়ার আগে না পরে?

এটি খাওয়ার পরে সেবন করতে হবে।

ট্রিপটিন 10/25 কি ঘুমের ওষুধ?

ট্রিপটিন 10/25 ঘুমের ওষুধ।

Tryptin 10 Mg Tablet এর দাম কত?

প্রতি পিস ট্যাবলেট এর দাম হলো ০.৮৫ টাকা।

কিছু সতর্কতা:

  • এই ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে না। এতে করে গর্ভের সন্তানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে।
  • স্তনদানকালীন মায়েদের এই ট্যাবলেট খাওয়া যাবে না।
  • এই ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না।
Next Post Previous Post