জিংক বি সিরাপ এর উপকারিতা, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, দাম


জিংক বি সিরাপ এর উপকারিতা নিয়ে বিস্তারিত
জিংক বি সিরাপে রয়েছে জিংক এবং ভিটামিন বি। এই দুটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই সিরাপ। শিশুদের জন্য এই সিরাপ সবচেয়ে বেশি নির্দেশিত হয়ে থাকে। মানব শরীরের জন্য জিংক এবং ভিটামিন বি খুবই গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এই সিরাপটি বাজারজাতকরণ করে থাকে এসকেএফ ফার্মাসিটিক্যালস লিমিটেড নামের একটি ঔষধ কোম্পানি।

জিংক বি সিরাপ এর কাজ ও উপকারিতা কি

  • অরুচি কমায়
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • পানি শূন্যতা দূর করে থাকে
  • শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়
  • ত্বকের সমস্যা থাকলে দূর হয়ে যায়
  • হজমজনিত সমস্যা থাকলে দূর হয়ে যায়
  • বাচ্চাদের মানসিক বিকাশে সহায়তা করে থাকে
  • পরিপাকতন্ত্রের সমস্যা থাকলে দূর হয়ে যায়
  • শিশুদের সঠিক বিকাশ নিশ্চিত করে
  • শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে
  • ত্বকের ব্রণ প্রতিরোধ করে
  • দেহে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে
  • চুল পড়া রোধ করে
  • যে কোন ক্ষত নিরাময়ে সহায়তা করে
  • মানসিক আলস্যতা দূর করে
  • মেয়েদের গর্ভধারণের ক্ষমতা বাড়ায়
  • মেয়ে ও ছেলেদের বিশেষ ক্ষমতা বাড়ায়
  • জিংক ও ভিটামিন বি এর অভাব পূরণ করে

জিংক বি সিরাপ কিসের ঔষধ?

জিংক বি সিরাপ শিশুদের অরুচি, শারীরিক ও মানসিক বিকাশের ঔষধ। তবে এটি সবাই খেতে পারেন। 

জিংক বি সিরাপ খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন ২ চা চামচ করে ২ থেকে ৩ বার জিংক বি সিরাপটি সেবন করতে হবে। খাওয়ার পরে সেবন করতে পারেন। গর্ভাবস্থায় ও স্তনদানকালীন জিংক বি সিরাপ খাওয়া যাবে।

শিশুদের জিংক বি সিরাপ খাওয়ার নিয়ম

বাচ্চাদের ক্ষেত্রে ২ চা চামচ করে প্রতিদিন ১ থেকে ২ বার চিকিৎসকের পরামর্শ মোতাবেক জিংক বি সিরাপটি সেবন করাবেন। প্রতিবার অবশ্যই খাওয়ার পরে সেবন করাবেন।

আর শিশু বাচ্চাদের ক্ষেত্রে প্রতিবার ১ চা চামচ করে প্রতিদিন ১ থেকে ২ বার জিংক বি সিরাপটি সেবন করাবেন। প্রতিবার অবশ্যই খাওয়ার পরে সেবন করাবেন।

জিংক বি সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া

নির্দেশিত মাত্রায় জিংক বি সিরাপ সেবন করলে তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। দেখা গেলেও সেগুলো তেমন কোন ধরনের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নয়। যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, পাকস্থলী সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে।

জিংক বি সিরাপ এর দাম কত?

জিংক বি সিরাপ ১০০ মিলির দাম ৬৫ টাকা এবং ২০০ মিলির দাম ১১০ টাকা।

Next Post Previous Post