ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম [কাজ, ব্যবহারের নিয়ম, দাম, দেশি-বিদেশি ক্রিম]

বিভিন্ন কারণে আমাদের ত্বকের মধ্যে কালো দাগ এবং ডার্কনেস চলে আসে। যদিও দীর্ঘ সময় অপেক্ষা করলে এগুলো আপনা আপনি সেরে যাবে।

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম এর নাম
কিন্তু আপনারা চাইলে ছেলেদের ফর্সা বিভিন্ন হওয়ার ডাক্তারি ক্রিম ব্যবহার করে এগুলো ঠিক করে ত্বককে খুব দ্রুত ফর্সা করতে ফেলতে পারবেন।

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম

নিচে আমরা এমন কিছু ছেলেদের ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে বিস্তারিত জানাবো যেগুলোর সাইড ইফেক্ট নাই বললেই চলে।

এর পরেও যদি দেখেন কোন ক্রিম ব্যবহার করার ফলে আপনার ত্বকের ক্ষতি হচ্ছে তাহলে অবশ্যই সেটি ব্যবহার করা বাদ দিবেন। 

তো চলুন এখন আমরা এই ছেলেদের ফর্সা হওয়ার ক্রিম ও দাম বিস্তারিত জেনে নেই।

1. Olay White Radiance UV Whitening Lotion

পোষ্টের প্রথমেই আমরা যে লোশন বা ক্রিমটি রেখেছি এটা ছেলেদের ত্বককে ফর্সা করতে খুব ভালো কাজ করে থাকে।

যদি আপনারা এই ক্রিমটি মুখে ব্যবহার করেন তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আপনার ত্বককে প্রোটেক্ট করতে পারবে। 

এছাড়াও এই ক্রিমটিতে রয়েছে ভিটামিন বি ৩ যেটা আমাদের মুখের মধ্যে থাকা ডার্ক সার্কেল এবং গর্তগুলো পূরণ করতে বেশ সাহায্য করে।

যদি আপনারা এই ছেলেদের ফর্সা হওয়ার ক্রিমটি ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক দীর্ঘস্থায়ীভাবে উজ্জ্বল থাকবে এবং ত্বককে সতেজ রাখবে।

এই ফর্সা হওয়ার ক্রিমটির দাম ১৫৫০ টাকা। অনলাইন শপ কিংবা কসমেটিক্স এর দোকান থেকে কিনতে পারবেন।

2. Vaseline Men Anti-spot Whitening Moisturiser

যাদের ত্বকে একটু ওয়েলি ভাব বেশি তাদের জন্য এই ক্রিমটি খুব ভালো কাজ করবে। এই ক্রিমটি আপনার মুখের সাথে একদম ভালোভাবে মিশে যাবে এই কারণে পরবর্তীতে বোঝা যাবে না।

মুখের ত্বক কে দ্রুত উজ্জ্বল করতে ক্রিমটি বেশ ভালো কাজ করে থাকে। এই ক্রিমে রয়েছে এসপিএফ ১৫ যেটা আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাতে সক্ষম।

এছাড়াও যদি আপনার ত্বকে খুব বেশি পরিমাণে কালো দাম থাকে তাহলেও আপনি এটি ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন। 

তো এই ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিমটি আপনারা ২০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন।

3. L’oreal Men Expert White Active

ক্রিমের নাম দেখেই বুঝতে পারছেন এটি শুধুমাত্র ছেলেদের জন্যই বানানো হয়েছে। এই ক্রিমটি যারা ব্যবহার করেছে তারা প্রত্যেকে বেশ ভালো ফলাফল পেয়েছে।

ত্বক ফর্সা করার জন্য এই ক্রিমটি একবার ব্যবহার করলে ২৪ ঘন্টা পর্যন্ত এর কার্যক্ষমতা থাকে। এটি আপনারা তিন থেকে চার সপ্তাহ নিয়মিত ব্যবহার করলেই ত্বকের পরিবর্তন বুঝতে পারবেন।

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচানো সহ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য যাবতীয় কাজ এই একটি ক্রিমই করতে পারে।

১০০ মিলিমিটার এর একটি L’oreal Men Expert White Active ক্রিম এর দাম ৭৫০ টাকা।

4. Emami Fair and Handsome

আজ পর্যন্ত যতগুলো ছেলেদের ফর্সা হওয়ার ক্রিম এবং ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম বানানো হয়েছিল তার মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিমটি ।

ক্রিমটি ব্যবহার করলে আপনার ত্বকের ঘাম নিয়ন্ত্রণ করা সহ ত্বকের তৈলাক্ত ভাব ও দূর করে ফেলবে।এছাড়াও সূর্য থেকে আশা প্রত্যেকটি ক্ষতিকর রশ্মি এই ক্রিমটি প্রোটেক্ট করবে।

ত্বককে ঠিক রাখার জন্য এন্টি অক্সিডেন্ট সহ যাবতীয় গুরুত্বপূর্ণ উপাদানগুলো এই একটি ক্রিমের মধ্যেই বিদ্যমান।

এক থেকে দুই সপ্তাহ ইমামি ফেয়ার হ্যান্ডসাম ক্রিমটি ব্যবহার করলে আপনারা ত্বকের উজ্জ্বল ভাব এবং ফর্সা হওয়ার বিষয়টি অনুভব করতে পারবেন।

এই ফর্সা হওয়ার ক্রিমটির ৫০ গ্রাম এর দাম মাত্র ১৭৫ টাকা।

এছাড়াও আরো বিভিন্ন ওজন ভিত্তিতে এই ক্রিম এর দাম আলাদা আলাদা হতে পরে।

5. Kelyn Fairness Cream For Men

যারা কম দামের মধ্যে ভালো ছেলেদের ফর্সা হওয়ার ক্রিম খুজতেছেন তাদের জন্য এটি খুব ভালো ক্রিম হতে পড়ে।

এটি ব্যবহার করলে আপনাদের স্কিনে থাকা টোনগুলো রিমুভ করার পাশাপাশি 3X সানস্ক্রিন এর কাজ করবে। যার ফলে সূর্য থেকে আপনার মুখে আসা রশ্মি গুলো কোন ক্ষতি করতে পারবে না।

যে সকল ছেলেরা বাহিরে বেশি কাজ করে এবং মুখের মধ্যে খুব কালো দাগ রয়েছে তাদের জন্য এই ক্রিমটি খুব ভালো কাজ করবে।

এই ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম এর ৫০ ml এর দাম মাত্র ৯৯ টাকা।

6. Olay Natural White Night Cream

ত্বকের মলিন ভাব এবং ত্বককে ন্যাচারাল করতে এই ওলে নাইট ক্রিম এর বিকল্প নেই। এই ক্রিমটি পুরুষ এবং মহিলা উভয়ই ব্যবহার করতে পারবে।

এতে রয়েছে ভিটামিন ই যেটা ত্বককে উজ্জ্বল এবং সতেজ রাখতে খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও এই ক্রিমের মধ্যে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ত্বকে থাকা ক্ষতিকর কোষগুলোকে ধ্বংস করতে সাহায্য করবে।

তো বন্ধুরা আপনারা চাইলে ফর্সা হওয়ার জন্য এই ওলে নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন। ক্রিমটির মূল্য ৫৫০ টাকা।

7. Belo Essentials Whitening Lotion

ছেলেদের ত্বকের কালো ভাব দূর করে ফর্সা করার জন্য এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে । ক্রিমটিতে রয়েছে ৩০ সানব্লক যেটা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে প্রোটেক্ট করতে খুব ভালো কাজ করবে।

ত্বকের মধ্যে ডার্ক সার্কেল এবং বিভিন্ন কালো গর্ত দূর করার জন্য এই ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিমটি খুব ভালো ।  

এছাড়াও যাদের মুখে ব্রণ হয়ে কালো দাগগুলো রয়ে গেছে তারা ক্রিমটি ব্যবহার করলে সেগুলো সম্পূর্ণভাবে দূর করতে পারবেন এবং ত্বক আগের মত ফর্সা হয়ে যাবে । উক্ত ক্রিমটি ৩০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।

8. Beardo Ultra Glow Face Cream

এই ক্রিমের নাম দেখেই আপনারা বুঝতে পারছেন যে ছেলেদের ত্বক ফর্সা করার জন্য ক্রিমটি কেমন কাজ করবে। ইন্ডিয়ায় বানানো এই ক্রিমটি ত্বকের গ্লো ভাবটাকে অনেকাংশে বাড়িয়ে দিতে সক্ষম।

Beardo ব্র্যান্ড এর এই ছেলেদের ফর্সা হওয়ার ক্রিম টি ব্যবহার করলে ত্বক ফর্সা হওয়ার পাশাপাশি ত্বকের মধ্যে থাকা ক্ষতিকর কোষ গুলোকে ধ্বংস করে ফেলবে যার কারণে ত্বক আরো অনেক উজ্জ্বল এবং সতেজ থাকবে।

এই ক্রিম এর দাম ৫১৯ টাকা। বিভিন্ন অনলাইন শপ থেকে আপনারা ক্রিমটি ক্রয় করতে পারবেন।

9. Garnier Men AcnoFight Pimple Clearing Whitening Cream

নাম দেখেই বুঝতে পারছেন ব্রণের বিরুদ্ধে এই ক্রিমটি কাজ করবে। ছেলেদের ত্বকের মারাত্মক একটি সমস্যা হচ্ছে ব্রণের সমস্যা।

বিভিন্ন কারণে ব্রণ হয়ে থাকে। তবে কিছুদিন পর এগুলো মিশে গেলেও কালো গর্তগুলো মুখের মধ্যে থেকে যায়।

তো আপনারা যদি এই ক্রিমটি ব্যবহার করেন তাহলে ব্রণ থাকলে সেগুলো দূর হয়ে যাবে এবং ব্রণ থেকে আসা কালো দাগ গুলোও সম্পূর্ণ মিশে যাবে ।

ব্রণের বিরুদ্ধে কাজ করার পাশাপাশি ত্বকের ব্রাইটনেস বৃদ্ধি করবে এই একটি ক্রিমই।

ক্রিমটি একবার ব্যবহার করলেই আপনারা এর কার্যকারিতা বুঝতে পারবেন। সাজগোজ অনলাইন শপ এ ক্রিমটি মাত্র ১২০ টাকায় পেয়ে যাবেন।

10. Nivea for Men Advanced Whitening Oil Control

নিভিয়া ব্রান্ডের ফেসিয়াল ক্রিমগুলো কেমন সেটা সবারই জানা। যাদের ত্বকে প্রচুর পরিমাণে তেল তেল ভাব তাদের তেল তেল ভাব দূর করে ত্বককে ফর্সা করতে এটি বেশ কার্যকরী।

ছেলেদের জন্য এই ক্রিমটিতে রয়েছে ৯৯% এন্টি ব্যাকটেরিয়াল উপাদান। যেটা ত্বকের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলার পাশাপাশি বিভিন্ন অপ্রয়োজনীয় মৃতকোষ ধ্বংস করে।

রকমারি অনলাইন শপ থেকে ক্রিমটি ৩৮০ টাকায় পেয়ে যাবেন।

ফর্সা হওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

কোন ভিটামিন ত্বক ফর্সা করে?

ভিটামিন ই ত্বক ফর্সা করে থাকে। এছাড়া ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স ত্বক ফর্সা করার জন্য গুরুত্বপূর্ণ।

কোন ফল খেলে ত্বক ফর্সা হয়?

লেবু, কমলা, মোসাম্বি, জাম্বুরা, মাল্টা ইত্যাদি ফল খেলে ত্বক ফর্সা হয়।

কোন ফেসিয়াল করে ফর্সা হয়?

হাইড্রাফেসিয়াল কিংবা পিআরপি ফেসিয়াল করলে ত্বক ফর্সা হয়।

ফর্সা হওয়ার খাবার কি কি?

  1. প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
  2. গ্রিন টি 
  3. টমেটো 
  4. গাজর 
  5. বাদাম 
  6. কলা 
  7. ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ
Next Post Previous Post