আঁচিল দূর করার ক্রিম, ঔষধ, এলোপ্যাথিক চিকিৎসা, হোমিও ঔষধ, উপায়
সম্মানিত পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম Bongotutor.com ভিজিট করার জন্য। আজকের এই আর্টিকেল পড়ে আপনি জানতে পারবেন আঁচিল দূর করার ক্রিম ও ঔষধ সম্পর্কে। এছাড়া আপনি আরও জানতে পারবেন আঁচিল কেন হয়, আঁচিল চেনার উপায়, আঁচিলের ছবি, আঁচিল দূর করার ঘরোয়া উপায়, আঁচিলের এলোপ্যাথিক চিকিৎসা, আঁচিল দূর করার হোমিও ঔষধ।
আঁচিল ভাইরাসজনিত একটি রোগ। এ রোগে ছেলে ও মেয়ে উভয় আক্রান্ত হতে পারে। যেকোনো বয়সের মানুষের এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।আমাদের শরীরের যে কোন অংশে আঁচিল হতে পারে। সাধারণত ছোট দানা থেকে বড় আকার ধারণ করতে পারে এটি।
আঁচিল কেন হয়?
আঁচিল সাধারণত ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আঁচিল হওয়ার সম্ভাবনা বেশি। হিউম্যান প্যাপিলোমা নামক ভাইরাসের কারণে এই রোগ সাধারণত হয়ে থাকে।
আঁচিল চেনার উপায়
- শুরুতে আঁচিল ত্বকের ছোট্ট ছোট্ট ফুসকুড়ির মত দেখা যায়। ধীরে ধীরে এটি অমসৃণ, শক্ত ও বড় হতে শুরু করে।
- আঁচিল হলে সাধারণত কোন ধরনের ব্যথা অনুভূত হয় না।
- আঁচিল হলে সাধারণত কোন ধরনের চুলকানি হয় না। তবে কারো বিশেষ জায়গায় আঁচিল হলে সেখানে চুলকানি হতে পারে।
- একটি সাধারণত চামড়ার রঙের মতো হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এটি কাল আকৃতির গোটা ধারণ করতে পারে।
আঁচিলের ছবি
আঁচিল দূর করার ঘরোয়া উপায়
শরীর থেকে আঁচিল দূর করার বিশেষজ্ঞদের কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলো অনুসরণ করলে আপনি আঁচিল দূর করতে সক্ষম হবেন।
- কাঁচা গোল আলুর ব্যবহার: প্রাকৃতিকভাবে আঁচিল দূর করার কার্যকরী একটি উপায় হল কাঁচা গোল আলুর ব্যবহার। এজন্য একটি কাঁচা গোল আলু প্রথমে আপনাকে গোল করে কাটতে হবে। তারপর আঁচিলের উপর সেই কাটা গোল আলুর অংশ বারবার ঘষতে হবে। দেখবেন ধীরে ধীরে আপনার আঁচিল দূর হয়ে গেছে।
- অ্যালোভেরার ব্যবহার: নিয়মিত এলোভেরার পাতার সতেজ জেল বের করে আঁচিল আক্রান্ত স্থানে লাগালে সেটি দূর হয়ে যায়। এজন্য আপনি অ্যালোভেরার তাজা পাতা ব্যবহার করতে পারেন।
- অ্যাপল সিডার ভিনেগারের ব্যবহার: নিয়মিত অ্যাপল সিডার ভিনেগার একটা তুলোতে মিশিয়ে সারারাত আঁচিলের ওপর রেখে দিন। এভাবে কয়েকদিন লাগিয়ে রাখলে সেটি দূর হয়ে যাবে।
- কলার খোসার ব্যবহার: নিয়মিত কলার খোসার ভিতরের অংশ আঁচিলে ২-৩ বার ঘষলে সেটি দূর হয়ে যাবে। আপনি চাইলে কলার খোসার ভিতরে অংশ দিয়ে পেস্ট বানিয়ে সেটি সারারাত আঁচিলে লাগিয়ে রাখতে পারেন। তারপর সকালে উঠে সেই লাগানো পেস্ট দিয়ে ফেলুন। এভাবে ব্যবহার করলে আপনার আঁচিল প্রাকৃতিকভাবেই দূর করতে পারবেন।
- রসুনের ব্যবহার: ঘরোয়া পদ্ধতিতে রসুন ব্যবহার করে আপনার শরীরের আঁচিল দূর করতে পারবেন। এজন্য আপনাকে কয়েকটি রসুনের কোয়া ভালোভাবে থেঁতলে নিতে হবে। কোন কাপড় দিয়ে থেতলানো রসুনের অংশ আঁচিলের উপর লাগিয়ে বেঁধে দিতে হবে। তারপর আপনাকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এক ঘন্টা পর করতে পারেন। কয়েকদিন ব্যবহার করলে উপকার দেখতে পাবেন।
আঁচিল দূর করার ক্রিম
- Elhoe Wart Remover Cream
আঁচিল দূর করার ঔষধ | আঁচিলের এলোপ্যাথিক চিকিৎসা
- Salitic Acid
- D Flim Solution
আঁচিল দূর করার হোমিও ঔষধ
- THUJA OCC. 1 M
- CAUSTICUM 200
- ACID NIT. 200
আঁচিল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর
আঁচিল কি ছোঁয়াচে?
আঁচিল ছোঁয়াচে রোগ। এটি নিজে নিজেকেই সংক্রমিত করতে পারে। পাশাপাশি অন্য কাউকে সংক্রামিত করতে পারে।
আঁচিল কি বিপজ্জনক?
বিভিন্ন ধরনের আঁচিল রয়েছে। আঁচিল কখনো কখনো ক্যান্সারের কারণ হতে পারে। তাই আঁচিল মানব শরীরের জন্য বিপদজনক হতে পারে কখনো কখনো।
আঁচিল কি চুলকায়?
আঁচিল হলে সাধারণত চুলকায় না। কারো বিশেষ জায়গায় আঁচিল হলে চুলকাতে পারে।
আঁচিল কত প্রকার?
মানবদেহে ১০ রকমের আঁচিল দেখা যায়।
আঁচিল কি ক্যান্সারের লক্ষণ?
আঁচিল ক্যান্সারের লক্ষণ হতে পারে।
আঁচিল কি ভালো হয়?
আঁচিল সাধারণত ভালো হয়। একটি ঘরোয়া উপায় অনুসরণ কিংবা ক্রিম ও ওষুধ ব্যবহার করে ঠিক করা যায়।
আমাদের কথা
তো এই ছিল, আঁচিল দূর করার ক্রিম নিয়ে লেখা আর্টিকেলটি। আশা করি, যারা গুগলে সার্চ করে আঁচিল দূর করার ঔষধ কি জানতে এই আর্টিকেলটি পড়তে এসেছেন তারা অনেক উপকৃত হয়েছেন। কারণ বঙ্গটিউটর.কম আঁচিল দূর করার ঘরোয়া উপায় নিয়ে লেখা এই আর্টিকেলটি অনেক অনলাইন রিসার্চ ও বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে নির্ভুল ও সঠিকভাবে লিখেছে। আর আমরা সব সময় চেষ্টা করি আমাদের সম্মানিত পাঠকদের নিকট নির্ভুল ও সঠিক তথ্য উপস্থাপন করতে। ধন্যবাদ আঁচিল দূর করার ক্রিম ও ঔষধ নিয়ে লেখা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য।