পুরুষের জন্য মেথির উপকারিতা ও অপকারিতা | খাওয়ার নিয়ম | দাম

পুরুষের জন্য মেথির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত
আপনি কি পুরুষের জন্য মেথির উপকারিতা ও অপকারিতা জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখন এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন। মেথি একটি মৌসুমী বর্ষজীবী গাছ। মেথির পাতা গ্রাম বাংলার মানুষ শাক হিসেবে প্রচুর ব্যবহার করে থাকে। 

এটি কবিরাজী ও ইউনানী চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহার করার প্রচলন রয়েছে। এর বহুবিধ ব্যবহার লক্ষ্য করা যায়। যেমনঃ মসলা হিসেবে, শাক হিসেবে এবং ভেষজ উদ্ভিদ হিসেবে প্রভৃতি। 

পুরুষের জন্য মেথির উপকারিতা

পুরুষের শরীরের জন্য মেথি অনেক বেশি উপকারী একটা উদ্ভিদ। এটির নানাবিধ উপকারিতা রয়েছে। এটি শুধু ত্বক নয়, শরীর, চুল ও পেটের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এটির যৌ*ন উপকারিতা ব্যাপকভাবে পরিলক্ষিত করা যায়। 
  • খিদে ও হজমশক্তি বৃদ্ধি
  • চুল পড়া কমায়
  • ইউরিক এসিড নিয়ন্ত্রণ
  • কোষ্ঠকাঠিন্য দূর করে
  • শরীরের ফোলা ভাব সারায়
  • পেশি ও হাঁটুর গিটে ব্যথা দূর করে
  • কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস ও বুকে কফ জমা সারায়
  • ওজন কমায়
  • ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়
  • কিডনির কার্যক্ষমতা বাড়ায়
  • শরীরের ভারসাম্য রক্ষা করে
  • তারুণ্য ধরে রাখে
  • খুশকি দূর করে
  • পেটের কৃমি দূর করে
  • বুকের জ্বালা পোড়া কমায়
  • পুরুষের বন্ধ্যাত্ব দূর করে
  • ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে
  • ত্বক উজ্জ্বল বা ফর্সা করে 
  • ত্বকের দাগ দূর করে
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে  
  • *শক্তি বৃদ্ধি করে
  • বী**র্য ঘন করে
  • বী**র্যের পরিমাণ বাড়ায়
  • স**হ*বাসের সময় বৃদ্ধি করে থাকে
  • টেস্টোস্টেরন হরমোন বাড়ায়
  • রক্তের দূষিত পদার্থ বের করে দেয়

পুরুষের জন্য মেথির অপকারিতা

মেথির যত উপকারিতা রয়েছে তার পাশাপাশি রয়েছে এর অপকারিতা। নিম্নে কিছু অপকারিতা তুলে ধরা হলো:
  • শরীরের অভ্যন্তরে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। 
  • এটি খেলে শরীরে এলার্জি জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • এটি খেলে ওজন হ্রাস পায়।
  • ডায়রিয়া বা বদহজম জনিত সমস্যা হতে পারে।
  • রক্তের পটাশিয়ামের মাত্রা কমে যেতে পারে।
  •  লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
  • অনেক সময় বমি বমি ভাব হয়ে থাকে।
  • অতিরিক্ত খেলে ডিএনএর জন্য ক্ষতি করতে পারে।
  • অতিরিক্ত খাওয়ার ফলে শরীরের রক্ত পাতলা হয়ে যেতে পারে। 
তবে সতর্কতার সহিত এবং নিয়ম মেনে মেথি খেলে আপনি এসব ক্ষতিকর দিক থেকে বাঁচতে পারবেন।

পুরুষের জন্য মেথি খাওয়ার নিয়ম

প্রতিদিন রাতে একটি কাপে বা গ্লাসে ২৫০ গ্রাম পানি নিয়ে তাতে এক চা চামচ পরিমাণ মেথির বীজ পানিতে সারারাত ভিজিয়ে রাখবেন। 

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঐ গ্লাসের পানি খালি পেটে খাবেন। আপনি চাইলে ভরা পেটেও খেতে পারেন। আপনার বেশি সমস্যা হলে আপনি প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর পূর্বে এভাবে মেথি ভেজানো পানি খেতে পারেন। মেথির বীজ অনেক তেতো। খেতে না পারলে সমস্যা নাই ফেলে দিবেন। তবে পানি খাওয়ার চেষ্টা করবেন সবটুকু। 

এছাড়া যারা পাউডার বা গুড়া খাবেন তারা সব সময় এক চা চামচের অর্ধেক মেথির গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন। কারণ পাউডার খেলে বেশি কাজে দেয় এবং সব সময় এটি কম খাওয়ার চেষ্টা করবেন বীজের থেকে।

১ কেজি মেথির দাম কত?

সাধারণত হাট-বাজারে এক কেজি মেথির দাম পড়বে ২০০-৪০০ টাকা মাত্র। আপনি চাইলে অনলাইন থেকে ক্রয় করতে পারেন।
Next Post Previous Post