নোরিক্স খেলে কি ক্ষতি হয় | নোরিক্স ১ পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া

নোরিক্স খেলে কি ক্ষতি হয় জানুন বিস্তারিত
নোরিক্স ১ পিলের কাজ হলো অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি রোধ করা। অর্থাৎ কনডম ছাড়া মিলন করার পরে যাতে মেয়ের গর্ভে বাচ্চা না আসে সেজন্য এই পিলটি ব্যবহার করা হয়ে থাকে। এক কথায়, ইমার্জেন্সি পিল হিসেবে এই পিল ব্যবহার করা হয়। 

নোরিক্স ১ পিলের কাজ কি?

এই পিল সেবনের ৭২ ঘণ্টার মধ্যে ইচ্ছামত একাধিকবার সহবাস করলেও বাচ্চা হবে না। অথবা সহবাস করার পর ৭২ ঘণ্টার মধ্যে এই পিল সেবন করলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ আটকানো সম্ভব।

নোরিক্স ১ এর পার্শ্ব প্রতিক্রিয়া

  • বমি বমি ভাব হতে পারে।
  • মাথা ব্যথা হতে পারে।
  • ঝিমানো ভাব হতে পারে।
  • পেটে ব্যথা হতে পারে।
  • অবসাদ দেখা দিতে পারে।
  • স্ত্রী স্তনে ব্যথার অনুভূতি হতে পারে।
  • মেয়ের যো*নীপথে রক্তক্ষরণ হতে পারে।

নোরিক্স খেলে কি ক্ষতি হয়

  • পিরিয়ড হতে বিলম্ব হতে পারে।
  • অল্প অল্প ব্লাড যাওয়া।
  • মুখে ব্রণ হতে পারে।
  • ইমারজেন্সি পিল অতিরিক্ত ব্যবহার করলে জরায়ুতে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে।
  • বন্ধ্যাত্ব হওয়ার ঝুঁকি থাকে।

নোরিক্স পিল সেবন করলে উপরে উল্লেখিত ক্ষতিসমূহ ভবিষ্যতে ঘটার সম্ভাবনা থাকে। ইমারজেন্সি পিল হিসেবে যদি কখনো কখনো ব্যবহার করে থাকেন তাহলে তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে অতিরিক্ত ব্যবহার করলে বা নিয়মিত ব্যবহার করার ফলে উপরে উল্লেখিত ক্ষতিসমূহ হতে পারে।

যারা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ আটকানোর জন্য এই পিলটি ব্যবহার করবেন তাদের তেমন কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে অতিরিক্ত বা নিয়মিত ব্যবহার করার ফলে নোরিক্স ১ পিলের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পারবেন।
Next Post Previous Post