সর্দির ট্যাবলেট ঔষধ এর নাম স্কয়ার | সর্দি কাশির ট্যাবলেট এর নাম [নিয়ম ও দাম]

সর্দি-কাশি সমস্যা যেকোনো ঋতুতে দেখা দিতে পারে। এটি হলে সাধারণত মাথা ব্যথা, বুকে ব্যথা, বুকে কফ জমা ও শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যাগুলি দেখা যায়। বেশিরভাগ মানুষ এটিকে হেলাফেলা করে থাকে। কিন্তু এ কাজটি করা মোটেও ঠিক হয় না। 
জেনে রাখুন সর্দি কাশির ট্যাবলেট এর নাম স্কয়ার সম্পর্কে বিস্তারিত
তবে অনেকে আছে যারা সর্দি হলে ওষুধ সেবন করতে চান, ঠিক তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। 

সর্দির কারণ

  • ভাইরাস সংক্রমণ
  • ব্যাকটেরিয়া সংক্রমণ

সর্দির লক্ষণ

  • কাশি
  • গলা ব্যাথা
  • মাথা ব্যাথা
  • জ্বর
  • স্বাদ ও ঘ্রাণের অনুভূতি কমে আসা
  • কানে ও মুখে চাপ অনুভব করা
  • মাংসপেশীতে ব্যাথা
  • নাক বন্ধ হওয়া
  • হাঁচি

সর্দি কাশির ট্যাবলেট এর নাম কি

ডেসলর ট্যাবলেট

খাওয়ার নিয়ম: এই ট্যাবলেট শুধু তারাই সেবন করতে পারবে যাদের বয়স ১২ বছরের ঊর্ধ্বে কিংবা ১২ বছর। প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে। ওরিয়ন ফার্মা লিমিটেড কোম্পানির ওষুধ এটি। যেটির গ্রুপ নাম হল ডেসলোরাটাডিন। শিশুদের জন্য রয়েছে সিরাপ ও ড্রপ ঔষধ। যেসব শিশুদের বয়স ৬ মাস বা তার বেশি তারা সবাই এটি সেবন করতে পারবে চিকিৎসকের পরামর্শ নিয়ে। খুব বেশি প্রয়োজন হলে গর্ভকালীন ও স্তন দানকালীন মায়েরা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারবে।

পার্শ্ব প্রতিক্রিয়া: ডেসলর ট্যাবলেট সেবন করলে নিম্নে উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়:
  • বমি বমি ভাব
  • মাথা ব্যথা
  • অবসাদগ্রস্ত হওয়া
  • ঝিমুনি ভাব
  • বদহজম
  • গলবিলের প্রদাহ
  • মাংস পেশির ব্যথা
মূল্য: প্রতি পিস ট্যাবলেট এর মূল্য ৫ টাকা।

এছাড়া আরো কিছু কার্যকরী ট্যাবলেটের নাম নিচে উল্লেখ করা হলো যেগুলো চাইলে আপনি খেতে পারেন:
  • নিওসিলর (Neocilor)
  • হিস্টালেক (Histalex)
  • নাপা এক্সটেন্ড (Napa Extend)
  • হিস্টাসিন (Histachin)

সর্দির ট্যাবলেট ঔষধ এর নাম স্কয়ার

ফেক্সো ট্যাবলেট

খাওয়ার নিয়ম: স্কয়ার কোম্পানির এই ওষুধের গ্রুপ নাম হল ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এই ট্যাবলেট (১২০ মি. গ্রা.) প্রতিদিন একবার সেবন করতে পারেন। তবে আপনি চাইলে একটি ট্যাবলেট দুইটি অংশে বিভক্ত করে সকালে এবং রাতে খাওয়ার পর ভরা পেটে সেবন করতে পারেন। এই নিয়মে শুধু প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের অধিক বয়সী শিশুরা সেবন করবে। ছোট্ট শিশু বাচ্চারা চাইলে সিরাপ সেবন করতে পারে। ৬ থেকে ১১ বছর বয়সে শিশুরা দৈনিক একটি ৬০ মি.গ্রা. ট্যাবলেট সেবন করবে। 

পার্শ্ব প্রতিক্রিয়া: এই ট্যাবলেট সেবনে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না।

দাম: প্রতি পিস ট্যাবলেট (১২০মি. গ্রা.) এর মূল্য ৯ টাকা। ৬০মি. গ্রা. এর দাম ৬ টাকা এবং সবচেয়ে বড় ট্যাবলেট ১৮০ মি. গ্রা. ১০ টাকা।

বিশেষ সতর্কীকরণঃ যেকোনো ঔষধ সেবন করিবার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সেবন করিবেন।

সর্দি হলে করণীয়

  • ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া।
  • জিংক সমৃদ্ধ খাবার খাওয়া।
  • মধু খাওয়া যেতে পারে।
  • বিশ্রাম নিতে হবে।
  • তরল খাবার ও পানি বেশি বেশি পান করতে হবে।
  • হট স্যালাইন পান করতে হবে।

সর্দি হলে বর্জনীয় 

  • স্ট্রবেরি ফল খাবেন না।
  • টক জাতীয় ফল এড়িয়ে যাবেন। কারণ এ ধরনের ফল খেলে গলায় সমস্যা হতে পারে। এতে সাইট্রিক এসিড থাকে।
  • দুধ, দই, পেঁপে ফল, কলা, আখরোট এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন।
  • চা ও কফি খাওয়া যাবেনা। এগুলো অনেক ক্ষতিকর যা আমরা জানি না।
  • শুকনো খোবানি খাওয়া যাবে না।
  • অতিরিক্ত তেলে ভাজা খাবার পরিহার করতে হবে।
Next Post Previous Post