কাশির সিরাপ এর নাম | ঔষধ | বড়দের | বাচ্চাদের | নিয়ম | দাম


জেনে নিন কাশির সিরাপ এর নাম ও দাম বিস্তারিত
কাশি এখন মানুষের মধ্যে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড় সবাই কমবেশি এই সমস্যায় আক্রান্ত হচ্ছে। যাদের কাশি অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে তারা চাইলে কাশির সিরাপ ঔষধ ফার্মেসি থেকে ক্রয় করে খেতে পারেন। এই সমস্যা দীর্ঘদিন থাকলে জটিল অসুখে রূপান্তরিত হতে পারে। উদাহরণস্বরূপ, যক্ষা, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি।

কাশির কারণ

  • ভাইরাস সংক্রমণ
  • ফ্লু, ঠান্ডা এবং শ্বাসযন্ত্রের অন্যান্য সংক্রমণের
  • বায়ুদূষণ
  • দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস
  • হাঁপানি
  • অ্যালার্জি
  • হার্ট ফেইলুর
  • ফুসফুসের ক্যানসার
  • নিউমোনিয়া
  • যক্ষ্মা
  • সাইনোসাইটিস
কাশি দুই রকমের রয়েছে। স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী সপ্তাহের কম সময় থাকলে স্বল্পস্থায়ী আর ৮ সপ্তাহের বেশি সময় থাকলে তাকে দীর্ঘস্থায়ী বলে। স্বল্পস্থায়ী কাশির মূল কারণ হলো ভাইরাস সংক্রমণ

বাচ্চাদের কাশির সিরাপ এর নাম (স্কয়ার)

এমব্রোক্স সিরাপ

সেবন বিধি: এটি খাবার গ্রহণ করার পর সেবন করতে হবে। ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের ১/২ চা চামচ করে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের ১ চা চামচ করে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে। ১০ বছরের বেশি বয়সী শিশু এবং ব্যক্তিরা দুই চামচ করে দিনে তিনবার সেবন করবে। দুই বছরের কম বয়সী শিশুদের জন্য রয়েছে পেডিয়াট্রিক ড্রপস। ০ থেকে ৬ মাস বয়সী শিশুদের ০.৫ মিলি করে দিনে দুইবার। ৬ থেকে ১২ মাস বয়সী শিশুদের ১ মিলি করে দিনে দুইবার। ১ থেকে ২ বছর বয়সী শিশুদের ১.২৫ মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে।

মূল্য: এমব্রোক্স সিরাপ ১০০ মিলির দাম হল ৫০ টাকা

বড়দের স্কয়ারের কাশির সিরাপ

এডোলিফ সিরাপ

কার্যকারিতা: এডোলিফ সিরাপটি বড়দের কাশির জন্য তৈরি একটি হারবাল সিরাপ। এটি বুকের ভিতর জমে থাকা কফ অপসারণ ও দীর্ঘদিনের পুরনো শুষ্ক কাশি নিরাময় কার্যকরীভাবে নিরাময় করে থাকে।

সেবন বিধি: প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন এই সিরাপ দুই থেকে তিনবার সেবন করতে পারবেন। প্রতিবার তিন চা চামচ করে সেবন করতে হবে। যাদের বয়স ১২ বছরের কম তাদের এক থেকে দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে সতর্কতার সহিত সেবন করতে হবে।

দাম: এডোলিফ সিরাপ ১০০ মিলির মূল্য মাত্র ৬৫ টাকা এবং ২০০ মিলি সিরাপের মূল্য ১০৫ টাকা মাত্র।

এছাড়া আরও কিছু ছোট ও বড়দের কার্যকরী সিরাপের নাম নিচে উল্লেখ করা হলো:
  • অফকফ (১০০ মিলি ৮০ টাকা)
  • অ্যামবলিট (১০০ মিলি ৪৫ টাকা)
  • তুসকা প্লাস (১০০ মিলি ৮০ টাকা)
  • টুসপেল (১০০ মিলি ৮৫ টাকা)
  • টমিফেন (৩৭-৪০ টাকা)
  • পিউরিসাল (১০০ মিলি ৪৫ টাকা)

কাশির সিরাপ ভালো কোনটা?

এডোভাস সিরাপ

কার্যকারিতা: এডোভাস সিরাপটি স্কয়ার কোম্পানির একটি সিরাপ। যাদের বুকের ভিতরে জমে থাকা কফ,  শুষ্ক কাশি রয়েছে এই সিরাপ সেবন করতে পারেন।

সেবন বিধি: প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন এই সিরাপ দুই থেকে তিনবার সেবন করতে পারবেন। প্রতিবার তিন চা চামচ করে সেবন করতে হবে। যাদের বয়স ১২ বছরের কম তাদের এক থেকে দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে সতর্কতার সহিত সেবন করতে হবে।

মূল্য: এডোভাস সিরাপ ১০০ মিলির দাম হল ৭০ টাকা এবং ২০০ মিলির দাম হলো ১১০ টাকা।

কাশি হলে কি কি খাওয়া যাবে না?

  • প্রক্রিয়াজাত খাবার
  • ভাজা খাবার
  • অ্যালকোহল
  • ক্যাফেইনযুক্ত পানি
  • কলা
  • আঙুর
  • তরমুজ 
  • কমলা
  • দুধ
  • টক জাতীয় ফল
  • ঠান্ডা খাবার

অতিরিক্ত কাশি কিসের লক্ষণ?

যদি অতিরিক্ত কাশির সাথে ক্লান্তি লাগে তবে সেটা ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে। 

দীর্ঘদিন ধরে শুকনো কাশি কিসের লক্ষণ?

দীর্ঘদিন ধরে শুকনো কাশি যক্ষ্মা রোগের লক্ষণ।
Next Post Previous Post