কাশির ট্যাবলেট এর নাম | স্কয়ার | খাওয়ার নিয়ম | দাম

কাশির ট্যাবলেট এর নাম ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়তে হবে। কাশি মানুষের একটি সাধারণ সমস্যা যেটি দৈনন্দিন জীবনে আমরা বারবার দেখতে পাই। শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। 

তবে বড়রাও পিছিয়ে নেই। শীতকালে এই সমস্যার প্রকোপ বৃদ্ধি পায়। এ সমস্যাকে অবহেলা করার সুযোগ নেই। দীর্ঘদিনের কাশি কোন ভালো লক্ষণ নয়। এজন্য শুরুতেই চিকিৎসা নিয়ে এটি নির্মূল করতে হবে। নতুবা এটি হয়ে যেতে পারে কঠিন কোনো রোগের লক্ষণ।

কাশির কারণ

  • ভাইরাস সংক্রমণ
  • ফ্লু, ঠান্ডা এবং শ্বাসযন্ত্রের অন্যান্য সংক্রমণের
  • হাঁপানি
  • নিউমোনিয়া
  • যক্ষ্মা
  • অ্যালার্জি
  • বায়ুদূষণ
  • দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস
  • হার্ট ফেইলুর
  • ফুসফুসের ক্যানসার
  • সাইনোসাইটিস
কাশি সাধারণত দুই রকমের রয়েছে। স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী।  সপ্তাহের কম সময় থাকলে স্বল্পস্থায়ী আর ৮ সপ্তাহের বেশি সময় থাকলে তাকে দীর্ঘস্থায়ী বলে। স্বল্পস্থায়ী কাশির মূল কারণ হলো ভাইরাস সংক্রমণ। 

কাশির ট্যাবলেট এর নাম স্কয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা

কাশির ট্যাবলেট এর নাম

ডেক্সোটিক্স ট্যাবলেট

খাওয়ার নিয়ম: যাদের বয়স ১২ বছরের বেশি তারা এই ট্যাবলেট ১২ ঘন্টা পর পর একটি অথবা দুটি করে প্রতিদিন সেবন করতে পারবে। তবে মনে রাখতে হবে দিনে চারটির বেশি ট্যাবলেট সেবন করা যাবে না। এটি সেবন করলে বমি বমি ভাব হতে পারে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। অবশ্যই গিলে খেতে হবে। চুষে কিংবা গুঁড়ো করে খাওয়া যাবে না। গর্ভকালীন ও স্তনদানকালীন এই ক্যাপসুল সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মূল্য: প্রতি পিস ডেক্সোটিক্স ট্যাবলেট এর দাম মাত্র ১০ টাকা এবং প্রতি পাতার দাম মাত্র ৪০ টাকা।

পিউরিসাল ২ ট্যাবলেট

খাওয়ার নিয়ম: পিউরিসাল ২ সকল প্রকার কাশির মহা ঔষধ। এটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন সকাল, বিকাল ও রাতে একটি করে মোট তিনটি ট্যাবলেট সেবন করতে পারবে। যাদের বয়স ১২ বছরের বেশি তারা এই নিয়মে ট্যাবলেট সেবন করবে। ১২ বছরের কম বয়সীদের জন্য রয়েছে পিউরিসাল ১ ট্যাবলেট ট্যাবলেট। এটি যাদের বয়স ৬ থেকে ১২ বছর তারা সেবন করতে পারবে। গর্ভকালীন ও স্তনদানকালীন এই ক্যাপসুল সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মূল্য: প্রতি পিস পিউরিসাল ২ ট্যাবলেট এর দাম মাত্র ২ টাকা এবং প্রতি পাতার দাম মাত্র ২০ টাকা।

কাশির ট্যাবলেট এর নাম স্কয়ার

মনটিন ট্যাবলেট

খাওয়ার নিয়ম: মনটিন ট্যাবলেট হাঁপানি ও এলার্জিজনিত কাশির মহা ঔষধ হিসেবে পরিচিত। ১৫ বছরের বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করতে পারবে। এটি খাওয়ার পরে ভরা পেটে সেবন করতে হবে। ছয় মাসের কম বয়সী শিশুদের এই ট্যাবলেট খাওয়ানো যাবে না। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেট সেবন করাবেন। ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য এই ট্যাবলেট প্রতিদিন অর্ধেক করে খাওয়াতে হবে।

দাম: প্রতি পিস মনটিন ট্যাবলেট এর মূল্য হচ্ছে ১৫ টাকা।

এমব্রোক্স ৭৫ মি.গ্রা. ক্যাপসুল

খাওয়ার নিয়ম: ১২ বছর বয়সী শিশুরা এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন একটি করে এই ট্যাবলেট সেবন করবে। গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই ট্যাবলেট খাওয়া যাবে না।

দাম: প্রতি পিস এই ক্যাপসুল এর মূল্য ৫.৫০ টাকা। 

ফেক্সো ১২০ ট্যাবলেট

খাওয়ার নিয়ম: ফেক্সো মূলত হাঁচি, কাশি ও নাক দিয়ে যাদের পানি পড়ে তাদের জন্য ডাক্তাররা তাদের জন্য নির্দেশ করে থাকে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করতে পারবে।

দাম: প্রতি পিস ফেক্সো ১২০  ট্যাবলেটের দাম মাত্র ৪ টাকা।

শুকনো কাশির ট্যাবলেট এর নাম

টোফেন ট্যাবলেট

খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য টোফেন ট্যাবলেট প্রতিদিন দুইটি সেবন করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে এই ডোজ ডাবল করা যেতে পারে। তবে সেটি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে।

দাম: এটি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ট্যাবলেট। প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র ৩ টাকা। এই ট্যাবলেটটি শুধুমাত্র শুষ্ক কাশি ও এলার্জিজনিত কাশি যাদের তাদের জন্য নির্দেশিত। এছাড়া শুষ্ক কাশির আরেকটি সেরা ট্যাবলেট এর নাম হলো: 

  • মোনাস ১০ ট্যাবলেট

Next Post Previous Post