দাউদের সবচেয়ে ভালো মলম | ব্যবহারের নিয়ম | দাম | দাউদের ক্রিম এর নাম

আপনি কি দাউদের সবচেয়ে ভালো মলম সম্পর্কে বিস্তারিত জানতে চান? তাহলে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। দাউদ আমাদের ত্বকের একটি ছত্রাকজনিত সংক্রামক রোগ। এর আসল নাম হলো দাদ। আঞ্চলিক ভাষায় এটি দাউদ হিসেবে পরিচিত। এটি আসলে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বেশিদিন বসবাস করার কারণে হয়ে থাকে। এটির আক্রান্ত স্থান দেখতে গোলাকার এবং ক্ষতস্থানটি খুশকির মত খসখসে টাইপের হয়ে থাকে যেটা আমরা হাত দিলে বুঝতে পারি।

জেনে নিন দাউদের সবচেয়ে ভালো মলম সম্পর্কে
যেসব স্থানে ঘাম জমে থাকে সেসব স্থানে এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

দাউদ হওয়ার কারণ

  • পরিধান করা কাপড়চোপড় দীর্ঘদিন ধুয়ে না দিয়ে পরিধান করলে
  • আক্রান্ত ব্যক্তির জামাকাপড় বা বিছানা ব্যবহার করলে 
  • ফাঙ্গাল ইনফেকশন
  • আটসাট অন্তর্বাস ব্যবহার করলে
  • ছত্রাকের সংক্রমণ
  • বেশি ঘামলে 
  • রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকলে

দাউদ হলে করণীয়

  • দাউদ নামক ছত্রাক জনিত এই ছোঁয়াচে রোগটি সহজে নির্মূল হতে চায় না। দীর্ঘদিন ঔষধ ও মলম সেবনের মাধ্যমে এই রোগটি নির্মূল করতে হয়। 
  • যেসব খাবারে অ্যালার্জি রয়েছে সেসব খাবার পরিহার করা উত্তম। 
  • পরিবারের অন্যান্য ব্যক্তির সংস্পর্শে যাওয়া যাবে না। অতি শীঘ্রই চেষ্টা করা উচিত ডাক্তার দেখানোর। 
  • এই ছত্রাকজনিত রোগটি কম থাকাকালীন চিকিৎসা নিলে সহজে আরোগ্য লাভ করা সম্ভব।
  • ভালো দাউদের ক্রিম এর নাম ও দাম জেনে ব্যবহার করতে পারেন।

দাউদের সবচেয়ে ভালো মলম

এই চিকিৎসায় অনেক মলম ব্যবহার করা হয়ে থাকে। শুধু মলম ব্যবহার করে দ্রুত ফল পাওয়া সম্ভব নয়। এর পাশাপাশি ট্যাবলেট ও ক্যাপসুল ঔষধ সেবন করা উচিত যেটি সম্পর্কে আমরা আলাদা আর্টিকেল লিখেছি। 

ডারমিন মলম

ব্যবহারের নিয়ম: এই মলম আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার লাগাতে হবে। এই ক্রিম লাগানোর পূর্বে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তবে চুলকানো যাবে না। কিছুদিন ব্যবহার করলে দাউদ থেকে চিরমুক্তি পেয়ে যাবেন।

পার্শ্বপ্রতিক্রিয়া: এই মলম ব্যবহার করলে কিছু মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে কিন্তু এগুলো খুব কম মানুষের মধ্যে দেখা যায়। নিম্নে উল্লেখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে:

  • নিশ্বাসে অসুবিধে
  • লালচে ভাব
  • মুখের ফোলা
  • আক্রান্ত স্থানে মৃদু ঠান্ডা বা জ্বলন্ত সংবেদন
  • তীব্র এলার্জি 

দাম: এই মলমের দাম ২০ টাকার আশেপাশে।

লুলিজল ক্রিম 

ব্যবহার করার নিয়ম: আক্রান্ত স্থানে এই ক্রিম দিনে এক থেকে দুইবার লাগাতে হবে। অতিরিক্ত পরিমাণ ব্যবহার করলে চুলকাতে পারে। প্রাপ্ত বয়স্করা ব্যবহার করতে পারেন তবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দাউদের ক্রিম এর নাম জানার পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ জেনে নিবেন। 

পার্শ্বপ্রতিক্রিয়া: এই মলম ব্যবহার করলে নিম্নে উল্লেখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে: 

  • জ্বালাপোড়া
  •  চুলকানি
  • লালভাব

দাম: এই মলম এর দাম ১৮০ টাকার আশেপাশে। তবে দশ গ্রামের দাম ১০০ টাকা মাত্র। এটি বাজারে ১০ ও ২০ গ্রাম আকারে পাওয়া যায়।

দাউদের ক্রিম এর নাম ও নাম 

ফানজিডাল এইচ সি ক্রিম ও টারবিফিন

ব্যবহারের নিয়ম: এই মলমগুলো দিনে দুইবার ব্যবহার করতে হবে। ১৪ দিন ব্যবহার করা যাবে। সকালে একটি ক্রিম ব্যবহার করলে দুপুরে আর একটি ক্রিম ব্যবহার করতে হবে। সন্ধ্যায় একটি ক্রিম ব্যবহার করলে রাতে আরেকটি ক্রিম ব্যবহার করতে হয়। এভাবে ধারাবাহিকভাবে ব্যবহার করতে হবে। প্রতিটি ক্রিম দিনে দুইবার ব্যবহার করতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া: টারবিফিন ক্রীম ব্যবহার করলে নিম্নে উল্লেখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে:

  • জ্বলন
  • যোগাযোগের ডার্মাটাইটিস
  • শুষ্কতা
  • জ্বালা 
  • প্রুরিটাস
  • ফুসকুড়ি
  • জ্বালা
  • লিভার ব্যর্থতা

দাম: টারবিফিন ক্রিমের দাম ৮০ টাকা মাত্র। ফানজিডাল এইচ সি ক্রিমের দাম ৫৫ টাকা মাত্র।

এছাড়া আরো কিছু কার্যকরী দাউদ এর ক্রিম এর নাম ও দাম নিচে দেওয়া হলো:

  • ইকোনাজল - মূল্য ৩২ টাকা
  • Afun - মুল্য ৩৫ টাকা
  • xfin 1% - মুল্য ৮০ টাকা
  • মাইকোনাজল - মুল্য ৫৫ টাকা
  • Pevisone - মুল্য ৫৫ টাকা
  • Mycofin 5/10 mg cream (SK+F) মুল্য-৫০ ও ৭০ টাকা
  • ফ্লুকোনাজল
  • ফাঙ্গিসন ক্রিম ১০ mg
  • হুইল্ড ফিল ডারোমিন
  • পেভিসন ক্রীম
  • ব্রাক
  • রিং গার্ড

দাউদ হলে কি কি খাওয়া নিষেধ?

  • চিনিযুক্ত যেকোনো খাবার (ডেজার্ট, জুস বা পানীয়)
  • ভাজাপোড়া খাবার
  • ফাস্ট ফুড (চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই)
  • বেগুন 
  • চিংড়ি 
  • ইলিশ
  • ডিম
Next Post Previous Post