ফোড়ার এন্টিবায়োটিক ঔষধের নাম [নিয়ম ও দাম]


ফোড়ার এন্টিবায়োটিক ঔষধের নাম নিয়ে বিস্তারিত
ফোঁড়া একটি মারাত্মক ব্যাধির নাম। এটি হলে অনেক যন্ত্রণার শিকার হতে হয়। এটি এক ধরনের বেদনাদায়ক সমস্যা। কারো যদি ফোঁড়া হয় তাহলে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতে পারে। এটির কারণে অনেক ব্যথা অনুভূত হতে পারে। 

কিছু সাবধানতা অবলম্বন করলে এই বিরক্তিকর অসুখ থেকে খুব সহজে রেহাই পাওয়া সম্ভব। এটা হলে অবশ্যই এন্টিবায়োটিক ও ব্যথানাশক ঔষধ খাওয়া উচিত। আজকে আমরা ফোঁড়া চিকিৎসায় ব্যবহৃত কিছু এন্টিবায়োটিক ঔষুধের নাম জানবো।

ফোড়ার এন্টিবায়োটিক ঔষধের নাম

Cephran 500 Capsule

সেবন বিধি: এটি ফোড়ার জন্য ভালো একটি এন্টিবায়োটিক ওষুধ। এই ক্যাপসুল ভেঙে দিনে একটি ক্যাপসুল দুইবার খেতে হবে। সকালে অর্ধেক খাবেন এবং রাতে অর্ধেক খাবেন। গর্ভকালীন ও স্তন দানকালীন খাওয়া যাবে না।

দাম: অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির ওষুধ এটি। প্রতিটি ক্যাপসুল এর দাম পড়বে ১৫.০৫ টাকা মাত্র। 

একই গ্রুপের আরো কিছু ওষুধের নাম হল:
  • SEFRIL 250 (8.03 Tk Per Capsule)

Doxin 100 Capsule

সেবন বিধি: এটি প্রথম দিনে দুইটি ট্যাবলেট সেবন করতে হবে। এরপরে প্রতিদিন ১টি করে ট্যাবলেট ৭ থেকে ১০ দিন খেতে হবে। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য।

দাম: অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির ওষুধ এটি। প্রতিটি ক্যাপসুল এর দাম পড়বে ২.২১ টাকা মাত্র। এটি নিকটস্থ সে কোন ফার্মেসি থেকে ক্রয় করতে পারবেন।

আরো কিছু কার্যকরী ফোড়ার এন্টিবায়োটিক ওষুধের নাম হলো:
  • Flux 500
  • Levox 500
  • Cef-3 DS
প্রথমে আপনার উচিত হবে ফোঁড়ার সাধারণ ঔষধ সেবন করা।

বিশেষ সতর্কীকরণ: যেকোনো ঔষধ সেবনের পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করার অনুরোধ রইলো।

Next Post Previous Post