জন্ডিসের ঔষধের নাম | সিরাপ | হামদর্দ | সেবনবিধি | দাম


জন্ডিসের  সিরাপ ঔষধের নাম
জন্ডিস আমাদের নিকট একটি অতি পরিচিত রোগের নাম। ঋতু পরিবর্তনের সময় জন্ডিস রোগীর আক্রান্তের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পায়। শুনে অবাক হবেন যে এটি আসলে কোন রোগ নয়, এটা কেবলমাত্র রোগের লক্ষণ। তবে ভুলেও হেলাফেলা করা যাবে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটি লিভারে আক্রান্ত হয়ে থাকে।

জন্ডিস কেন হয়?

আমাদের শরীরে যখন বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পাবে তখন আমাদের শরীরে জন্ডিস দেখা দিবে। মানুষের রক্তের লোহিত কণাগুলো একসময় স্বাভাবিক নিয়মে ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি করে যা করে আমাদের লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সঙ্গে আমাদের শরীরে পরিপাকতন্ত্রে পিত্তনালীর মাধ্যমে প্রবেশ করে থাকে। 

এই বিলিরুবিন পায়খানার মাধ্যমে আমাদের শরীর থেকে একসময় বের হয়ে যায়। বিলিরুবিন নির্গত হওয়ার এই প্রক্রিয়ায় কোন ধরনের অসংগতি দেখা দিলে আমাদের শরীরের রক্তের বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে আমাদের শরীরে জন্ডিস হয়ে থাকে।

জন্ডিসের লক্ষণ গুলো কি কি

  • চোখ হলুদ বর্ণ ধারণ করবে
  • বমি বমি ভাব থাকবে
  • অরুচি থাকবে
  • ক্ষুধামন্দা সমস্যা থাকে
  • যার যার অনুভূতি কিংবা কাপুনি দিয়ে জ্বর আসবে
  • মৃদু বা তীব্র পেট ব্যথা থাকতে পারে
  • প্রসাব হলুদ হবে
  • আপনার শরীর হলুদ বর্ণ ধারণ করতে পারে
  • শারীরিক দুর্বলতা থাকতে পারে
  • কারো আবার চুলকানি হতে পারে
  • কারো কারো পায়খানা সাদা হতে পারে

জন্ডিস হলে করণীয়

  • প্যারাসিটামল সেবন করা যাবে না।
  • ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া যাবে না।
  • সূর্যের আলোতে যাওয়া যাবে না।
  • সব সময় বিশুদ্ধ খাবার খেতে ও পানি পান করতে হবে।
  • অবশ্যই জন্ডিসের সিরাপ খাবেন।

জন্ডিসের ঔষধের নাম

  • Solvit B Syrup 
  • Avolac Syrup
  • Omidon Tablet
বিশেষ দ্রষ্টব্য: উল্লেখিত ৩টি ঔষধ একসাথে ১ মাস খেতে হবে।

Solvit B Syrup (জন্ডিসের সিরাপ)

সেবনবিধি: জন্ডিসের এই সিরাপটি আপনাকে এক মাস খেতে হবে। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন তিন বেলা সেবন করতে হবে ভরা পেটে। প্রতিবার এক চা চামচ করে সেবন করবেন। এটি খেলে বমি বমি ভাব কিংবা পায়খানা কষা হতে পারে। এজন্য আলাদা খেতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ মত। এছাড়া আপনি চাইলে হামদর্দ এর জন্ডিসের ওষুধ সেবন করতে পারেন।

দাম: Solvit B Syrup এর দাম ২৫ টাকা।

Avolac Syrup (পায়খানা কষার সিরাপ)

সেবনবিধি: জন্ডিসের সিরাপটি সেবনের ফলে যদি পায়খানা কষা হয় তাহলে এই সিরাপটি দিনে দুইবার সকালে এবং রাতে খেতে হবে। প্রতিবার এক চা চামচ করে ।

দাম: Avolac Syrup এর দাম মাত্র ১০০ মিলি ১৭০ টাকা এবং ২০০ মিলি ২৯০ টাকা।

Omidon Tablet (বমির ওষুধ)

সেবনবিধি: অনেক সময় জন্ডিসের ওষুধ সেবন করার ফলে বমি বমি ভাব হতে পারে। এজন্য আপনাকে অমিডন ট্যাবলেট সেবন করতে হবে। এটি আপনাকে তিন বেলা খাওয়ার পর সেবন করতে হবে ভরা পেটে।

দাম: ইনসেপ্টটা ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির অমিডন প্রতি পিস ট্যাবলেট এর দাম ৩.৫০ টাকা মাত্র।

হামদর্দ এর জন্ডিসের সিরাপ ঔষধের নাম 

  • ইকটার্ন সিরাপ
  • হাজমি প্লাস সিরাপ
বিশেষ দ্রষ্টব্য: দুটি সিরাপ একসাথে খেতে হবে।

ইকটার্ন সিরাপ (জন্ডিসের ওষুধ)

সেবনবিধি: এটি হামদর্দের জন্ডিসের মহাওষুধ হিসেবে পরিচিত। প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের দুই চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে। এই সিরাপের সাথে আপনাকে হাজমি প্লাস সিরাপ খেতে হবে।

দাম: ইকটার্ন (দিনার) ৪৫০ মিলি সিরাপ এর দাম মাত্র ১৫০ টাকা।

হাজমি প্লাস সিরাপ

সেবনবিধি: হাজমি প্লাস সিরাপ খেলে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দূর হয়ে যায়। এটি লিভারকে সুস্থ রাখে। ইকটার্ন সিরাপ খাওয়ার পাশাপাশি আপনাকে এই সিরাপটিও খেতে হবে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার খেতে হবে আর অপ্রাপ্তবয়স্কদের এক চামচ করে দিনে দুই থেকে তিনবার খেতে হবে। একেবারে ছোট্ট শিশু হলে হাফ চামচ করে খাওয়াতে পারেন। 

দাম: হাজমি প্লাস সিরাপ ৪৫০ মিলির এর দাম মাত্র ১৫০ টাকা। এছাড়া আরো ছোট সিরাপও পাওয়া যায়।

Next Post Previous Post