কান পাকা রোগের ঔষধের নাম [এন্টিবায়োটিক, ড্রপ, ট্যাবলেট, নিয়ম, দাম]

জেনে নিন কান পাকা রোগের ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত
যারা কান পাকা রোগের ঔষধের নাম ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান তাদের জন্য এই আর্টিকেলটি লেখা হয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত সবকিছু মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল। কান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম একটি। 

দীর্ঘদিন আমাদের কান দিয়ে পানি কিংবা পুঁজের মতো তরল পদার্থ বের হলে সেটাকে আমরা কান পাকা রোগ হিসেবে বিবেচনা করে থাকি। এটি হলে কানের পর্দা ছিড়ে যেতে পারে। এটি যে কোন সময় অপ্রীতিকর এবং ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। গ্রাম অঞ্চলের শিশুদের মধ্যে এই রোগ হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। তাই কানের ইনফেকশনের ঔষধ এর নাম জেনে সেবন করতে হবে।

কান পাকার কারণ

কান পাকা রোগের মূল কারণটি হল মধ্যকর্নের প্রদাহ। তবে কখনো কখনো বহিঃকর্ণের প্রদাহের সৃষ্টি হলে এমনটা হতে পারে।

কান পাকার লক্ষণ

  • পুঁজ, পানি বা রক্তমিশ্রিত তরল বের হওয়া।
  • কানে ভার ভার ভাব হওয়া।
  • তীব্র ব্যথাসহ জ্বর হতে পারে।

কান পাকা রোগের ঔষধের নাম | কানের ইনফেকশনের ঔষধ নাম

  • সেফরাড ক্যাপসুল (পিস ১৬.০৫ টাকা)
  • বিউফ্লক্স - ডি ড্রপ (পিস ৭৫ টাকা)
  • প্রোসেট ট্যাবলেট (পিস ২.৫০ টাকা)
খাওয়ার নিয়ম: সেফরাড ৫০০ ক্যাপসুল প্রতিদিন তিনটি সেবন করতে হবে। মোট ২১ টি  ক্যাপসুল সেবন করতে হয়। অবশ্যই খাওয়ার পর ভরা পেটে সেবন করতে হবে। সকাল বিকাল এবং রাতে সেবন করবেন। অবশ্যই ডোজ কমপ্লিট করবেন। সাথে আপনাকে বিউফ্লক্স - ডি ড্রপ ব্যবহার করতে হবে। এটি কানের ভিতর সকালে দুই ফোঁটা, বিকেলে দুই ফোঁটা এবং রাতে দুই ফোঁটা এভাবে ব্যবহার করতে পারেন। এই ড্রপ ব্যবহার করার ফলে আপনার কান শুকিয়ে যাবে। তখন আপনার কান চুলকাবে। তাই সাথে আপনাকে প্রোসেট নামক ট্যাবলেটটি সেবন করতে হবে। এটি প্রতিদিন খাওয়ার পরে খেতে হবে। প্রতিদিন একটি করে ট্যাবলেট করতে হবে। বেশি খেতে পারেন। তবে এটি খেলে ঘুম ধরবে।

বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লেখিত ওষুধগুলো ভিন্ন কোম্পানির খেতে পারেন। তবে একই গ্রুপ হতে হবে।

কান পাকা রোগের এন্টিবায়োটিক ঔষধ

1. Lomefloxacin

প্রতি দিন ১টা....খাবার পর..৭ দিন।

2.Roxitromycin 150/300

প্রতি দিন ১টা....খাবার পর..৭ দিন।

3.Cefaclor 250/500mg

দিনে ৩ বার..খাবার পর,..৭ দিন।

বিশেষ সতর্কীকরণ: বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ওষুধ সেবন করা উচিত নয়। এখানে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের সেবন বিধি নিয়ে বলা হয়েছে। 

কানের ভিতরে ব্যবহার করার ড্রপ

  • Otophenicol
  • A-phenicol
Next Post Previous Post