লিনজিট ট্যাবলেট এর কাজ কি [উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া, কিসের ঔষধ, খাওয়ার নিয়ম ও দামসহ]

লিনজিট ট্যাবলেট এর কাজ সম্পর্কে বিস্তারিত
লিনজিট ট্যাবলেট নানা কাজের জন্য সেবন করা হয়ে থাকে। এই ট্যাবলেট খেলে অনেক ধরনের উপকার হয় এবং শরীরের অনেক ধরনের কাজ করে থাকে। 

লিনজিট ট্যাবলেট এর কাজ কি

টেনশন ও দুশ্চিন্তা দূর করতে সাধারণত এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এছাড়া এটি মাথা ঠান্ডা রাখে এবং ভালো ঘুমের জন্য অনেক বেশি কার্যকরী। এছাড়া লিনজিট ট্যাবলেট যেসব কাজ করে তা নিচে উল্লেখ করা হলো: 

  • বিষন্নতা দূর করে থাকে।
  • উদাসীনতা দূর করে থাকে।
  • সাইকোজেনিক ডিপ্রেশন বা হতাশা দূর করে থাকে।
  • ডিপ্রেসিভ নিউরোসিস দূর করে থাকে।
  • মাস্কড ডিপ্রেশন দূর করে থাকে।
  • অন্যান্য যে কোন এফেকশনের কারণে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা দূর করে থাকে। যেমন: সাইকোসোমাটিক এ্যাফেকশন।
  • মেনোপজাল ডিপ্রেশন দূর করে থাকে।
  • এছাড়া অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের দুশ্চিন্তা এবং ডিসফোরিয়া দূর করে থাকে।

লিনজিট কিসের ঔষধ?

লিনজিট ট্যাবলেট সাধারণত টেনশন ও দুশ্চিন্তা, মাথা ঠান্ডা রাখা এবং ভালো ঘুমের জন্য ব্যবহার করা হয়।

লিনজিট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক যদি এই ট্যাবলেট সেবন করা হয় তাহলে তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না বললেই চলে। তবে ক্ষণস্থায়ী অস্থিরতা এবং ইনসমনিয়া সাইড ইফেক্টস হিসেবে মাঝে মাঝে দেখা যায়। এছাড়া আর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অতিরিক্ত পরিমাণ সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে।

লিনজিট ট্যাবলেট খাওয়ার নিয়ম 

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন সকালে ও বিকেলে একটি করে এই ট্যাবলেট সেবন করবে। পরিস্থিতি যদি মারাত্মক হয় তাহলে সকালে ২টি ট্যাবলেট সেবন করা যেতে পারে। 

বৃদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিদিন সকালে ১টি করে এই‌ ট্যাবলেট সেবন করতে হবে।

বেশিদিন এই ট্যাবলেট খেতে চাইলে অবশ্যই প্রতিদিন সকালে ১টি করে এই ট্যাবলেট খেতে হবে। আর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই সেটির আলাদা চিকিৎসা করতে হবে।

লিনজিট ট্যাবলেট এর দাম কত?

প্রতিটি লিনজিট ট্যাবলেট এর দাম ৫.০১ টাকা মাত্র।

Next Post Previous Post