সাদা আমাশয় রোগের ঔষধের নাম [খাওয়ার নিয়ম ও দাম]

সাদা আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত
সাদা আমাশয় জীবাণুবাহিত একটি অতি পরিচিত সংক্রামক রোগ। এই রোগে জীবনের ঝুঁকি না থাকলেও এটি হলে অনেক যন্ত্রণা ও কষ্ট পেতে হয়। এই রোগে একবার আক্রান্ত হলে এই রোগ থেকে মুক্তি পেতে অনেক সময় লেগে থাকে। 

এই রোগটি যদি মারাত্মক পর্যায়ে চলে যায় তাহলে রোগীর শরীরে নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে এবং পরবর্তীতে রোগী নিজেই এই রোগের বাহক হিসেবে কাজ করে থাকে। তাই আপনার যদি যেকোনো ধরনের আমাশয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং সুচিকিৎসা নিতে হবে।

সাদা আমাশয় কেন হয়

আমাশয় রোগটি সাধারণত পাতলা পায়খানাজনিত রোগ। এই রোগটি সাধারণত পানি, বাতাস, মশা, মাছি এবং খাবারের মাধ্যমে সংক্রামিত হয়ে থাকে। বিশেষ করে গরম ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এ রোগের প্রকোপ অনেক বেশি থাকে। এটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন খাবার, হাত ও পানির মাধ্যমে আমাদের শরীরে সাধারণত প্রবেশ করে থাকে। 

এই রোগ হলে সাধারণত এক মাসের আগে সহজে ভাল হয় না। তবে স্বল্পমেয়াদি আমাশয় হলে এটি ৭ দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আমাশয় রোগ আবার দুই প্রকার। একটা হচ্ছে সাদা আমাশয় আর একটা হচ্ছে রক্ত আমাশয়।

সাদা আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ

ফ্লাজিল ৪০০ ট্যাবলেট

সেবন বিধি: ফ্লাজিল ট্যাবলেট ও সিরাপ উভয় আকারে পাওয়া যায়। শিশুদের জন্য সিরাপ নির্দেশিত হয়ে থাকে। এটি প্রতিদিন তিনবার খেতে হয় খাওয়ার পর ভরা পেটে। এটি খাওয়ার পর যদি ঠিক না হয় তাহলে সাথে জক্স এন্টিবায়োটিক সেবন করাতে হবে। সাথে রোগীকে ওর স্যালাইন এন সেবন করাতে হবে।

দাম: প্রতিটি ফ্লাজিল ৪০০ ট্যাবলেট এর মূল্য ১.৭০ টাকা মাত্র।

জক্স ট্যাবলেট (এন্টিবায়োটিক)

সেবন বিধি: এটি স্কয়ার কোম্পানির একটি ওষুধ। বাজারে সিরাপ ও ট্যাবলেট আকারে পাওয়া যায়। শিশুদের জন্য জক্স সিরাপ পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই ট্যাবলেট প্রতিদিন দুইটি করে সেবন করতে পারবে। প্রতিদিন সকালে এবং রাতে খাবার পর ভরা পেটে সেবন করতে হবে। এই ট্যাবলেট ৩ দিনের বেশি সেবন করা যাবে না। অবশ্যই সাথে খাবার স্যালাইন খাওয়াতে হবে। আর রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

দাম: প্রতি পিস জক্স এন্টিবায়োটিক ট্যাবলেট এর মূল্য ১০ টাকার আশেপাশে।

এছাড়া বাংলাদেশে প্রচলিত কিছু সাদা আমাশয় রোগের ঔষধের নাম ও দাম নিচে দেওয়া হল:

  • Alexid (Aristopharma Company) 15 taka
  • Bacilex (Pharmadesh Company) 18 taka
  • Pivcilin (Rangs Pharma) 12 taka
  • Pivicil 12 taka
  • Relexid (Renata Company) 12 taka
  • Emcil (Square Company) 15 taka
  • Lexipen 200 (Techno Drug Company) 12 taka
  • Pinam (Kemiko Company) 12 taka

আমাশয় প্রতিরোধে করণীয়

  • সব সময় বিশুদ্ধ পানি পান করতে হবে এবং দাঁত ব্রাশ করার সময়ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে।
  • মলত্যাগের পর অবশ্যই সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে।
  • বাইরের থেকে খাবার কম খেতে হবে।
  • যেকোনো ফল বা শাকসবজি খাওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে।
  • পরিধানকৃত পোশাক নিয়মিত সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে।
  • একজনের গামছা বা তাওয়াল আরেকজন ব্যবহার না করাই উত্তম।
  • শিশুদের ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারে উৎসাহিত করুন।
  • ওরস্যালাইন এন নিয়মিত পান করতে হবে।
Next Post Previous Post