লিভারের ঔষধের নাম [নিয়ম ও দামসহ]

লিভারের ঔষধের নাম
সম্মানিত পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম Bongotutor.com ভিজিট করার জন্য। আজকের এই আর্টিকেল পড়ে আপনি জানতে পারবেন লিভারের ঔষধের নাম সম্পর্কে। এছাড়া আপনি আরো জানতে পারবেন লিভার সমস্যার লক্ষণ কি কি, লিভার ভালো রাখার উপায় প্রভৃতি সম্পর্কে।

বর্তমানে লিভারের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে লিভারে হয় এমন রোগের সংখ্যা প্রায় ১০০টিরও বেশি। একজন মানুষ বিভিন্ন কারণে লিভার সমস্যায় আক্রান্ত হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো: সংক্রমণ, মদ্যপান, ওষুধ, স্থূলতা, ক্যান্সার ইত্যাদি কারণে লিভারের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

লিভার সমস্যার লক্ষণ কি কি

  • ত্বক বা চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া এটা জন্ডিসের লক্ষণ যেটা এক ধরনের লিভার রোগ। 
  • যখন একজন ব্যক্তি দীর্ঘস্থায়ী লিভার সমস্যায় আক্রান্ত হবে তার ত্বকে চুলকানি অনুভব হবে। 
  • লিভার সমস্যার আরেকটি লক্ষণ হলো পেট ফুলে ওঠা।
  • যখন লিভারের রক্ত প্রবাহ বাধা গ্রস্থ হয় তখন রক্তনালিতে চাপ বাড়ে যার ফলে পেট অনেক ফুলে যায়। লিভার সমস্যার এটি মারাত্মক প্রাথমিক লক্ষণ। এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।
  • পা ও গোড়ালি ফুলে যাওয়া এবং তরল জমা হওয়া লিভার সমস্যার একটি মারাত্মক লক্ষণ।
  • প্রস্রাবের রং গাঢ় হওয়া এবং ফ্যাকাশে মলত্যাগ ভালো লক্ষণ নয়। লিভারের সমস্যা হলে আপনার মলের রং বাদামী হবে। তাই এখনই সাবধান হয়ে যান।
  • দীর্ঘস্থায়ী ক্লান্তি আরেকটি লিভার সমস্যার প্রাথমিক লক্ষণ। বিষাক্ত পদার্থ যদি আমাদের শরীর ও রক্তের প্রবাহে বৃদ্ধি পায় তাহলে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পেতে পারে।
  • অতিরিক্ত পরিমাণ পেট খারাপ জনিত সমস্যা হতে পারে। লিভার ফেইলিওর হলে বমি বা মলের সঙ্গে রক্ত পড়তে পারে।
  • লিভার ফেইলিওর হলে আক্রান্ত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হতে পারে। কখনো কখনো কারো ক্ষেত্রে নাক দিয়ে রক্ত বের হতে পারে। এমনকি কারো কারো রক্ত জমাটও বেঁধে যেতে পারে।
  • আপনার ত্বকের নিচের রক্তনালীগুলো দেখা যাওয়া অথবা মাকড়সার জালের মত লালচে হয়ে ওঠা দেখা।

লিভার আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। লিভারকে ভালো রাখা মানে নিজেকে ভালো রাখা। 

লিভার ভালো রাখার উপায়

  • ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করুন। উদাহরণস্বরূপ বলা যায়, লেবু। লেবুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে থাকে।
  • লিভার ভালো রাখতে রসুনের গুরুত্ব অপরিসীম। রসুন আমাদের লিভার পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রসুনে রয়েছে এমন এক ধরনের এনজাইম যেটি আমাদের লিভারের টক্সিক পদার্থ বের করে দেয় এবং লিভারকে পরিষ্কার রাখে।
  • লিভার পরিষ্কার রাখতে আপেল ফল নিয়মিত খেতে পারেন। আপেল ফলে রয়েছে পেক্টিন, ফাইবার যা দেহের পরিপাক নালী হতে টক্সিন পদার্থ বের করে দেয় এবং পাশাপাশি রক্ত হতে কোলেস্টরোল দূর করে এবং লিভারকেও সুস্থ রাখে। তাই প্রতিদিন ১টি করে আপেল খাওয়ার অভ্যাস করতে পারে।

লিভারের ঔষধের নাম

  • সিলিবিন ১৪০ ক্যাপসুল (স্কয়ার) ৳১০
  • লিভেক ক্যাপসুল (হামদর্দ) ৳৮
  • ইকটার্ন সিরাপ ৪৫০ মিলি (হামদর্দ) ৳১৫০
  • Radisil Capsule (Radiant) ৳10

বিশেষ সতর্কীকরণ: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন ধরনের ঔষধ সেবন করবেন না।

আমাদের কথা 

তো এই ছিল, লিভারের ঔষধের নাম নিয়ে লেখা আর্টিকেলটি। আশা করি, যারা গুগলে সার্চ করে লিভারের ঔষধের নাম কি জানতে এই আর্টিকেলটি পড়তে এসেছেন তারা অনেক উপকৃত হয়েছেন। কারণ বঙ্গটিউটর.কম লিভারের ঔষধ নিয়ে লেখা এই আর্টিকেলটি অনেক অনলাইন রিসার্চ ও বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে নির্ভুল ও সঠিকভাবে লিখেছে। আর আমরা সব সময় চেষ্টা করি আমাদের সম্মানিত পাঠকদের নিকট নির্ভুল ও সঠিক তথ্য উপস্থাপন করতে। ধন্যবাদ লিভারের ঔষধের নাম নিয়ে লেখা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url