লিভারের ঔষধের নাম [নিয়ম ও দাম]

জেনে নিন লিভারের ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত
বর্তমানে লিভারের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে লিভারে হয় এমন রোগের সংখ্যা প্রায় ১০০টিরও বেশি।

কারণ 

একজন মানুষ বিভিন্ন কারণে এই সমস্যায় আক্রান্ত হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো: সংক্রমণ, মদ্যপান, ওষুধ, স্থূলতা, ক্যান্সার ইত্যাদি কারণে লিভারের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

কিছু রোগের নাম যেগুলো লিভারে হয়:
  • হেপাটাইটিস
  • ফ্যাটি লিভার
  • কর্কটরাশি
  • সিরোসিস
  • লিভার ব্যর্থতা

এই সমস্যার লক্ষণ কি কি

  • ত্বক বা চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া
  • ত্বকে চুলকানি
  • পেট ফুলে ওঠা
  • পা ও গোড়ালি ফুলে যাওয়া এবং তরল জমা হওয়া
  • প্রস্রাবের রং গাঢ় হওয়া
  • ফ্যাকাশে মলত্যাগ  
  • মলের রং বাদামী 
  • দীর্ঘস্থায়ী ক্লান্তি 
  • অতিরিক্ত পরিমাণ পেট খারাপ জনিত সমস্যা
  •  লিভার ফেইলিওর হলে বমি বা মলের সঙ্গে রক্ত যেতে পারে
  • লিভার ফেইলিওর হলে আক্রান্ত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হতে পারে
  • কখনো কখনো কারো ক্ষেত্রে নাক দিয়ে রক্ত বের হতে পারে। এমনকি কারো কারো রক্ত জমাটও বেঁধে যেতে পারে।
  • ত্বকের নিচের রক্তনালীগুলো দেখা যাওয়া অথবা মাকড়সার জালের মত লালচে হয়ে ওঠা দেখা

ভালো রাখার উপায়

  • ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করুন। 
  • লিভার ভালো রাখতে রসুনের গুরুত্ব অপরিসীম। রসুন আমাদের লিভার পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • আপেল ফল নিয়মিত খেতে পারেন।

লিভারের ঔষধের নাম

সিলিবিন ১৪০ ক্যাপসুল 

কার্যকারিতা: সিলিবিন স্কয়ার কোম্পানির একটি হারবাল ওষুধ। এটা লিভারের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করার জন্য খাওয়া হয়। যেমন জন্ডিস, ফ্যাটি লিভার, সিরোসিস, দীর্ঘস্থায়ী যকৃত প্রদাহ, নতুন ও পুরাতন লিভারের পীড়ায়, হেপাটাইটিস, লিভার ফেইলিওর, অ্যালকোহল সেবনে লিভারে ক্ষতি হলে ইত্যাদি।

খাওয়ার নিয়ম: সিলিবিন ১৪০ ক্যাপসুল দিনে দুইটি গ্রহণ করতে হবে। খাওয়ার পর ভরা পেটে খাবেন। ১২ বছরের কম বয়সী শিশুদের গ্রহণ করা যাবে না। গর্ভাবস্থায় ও স্তনদানকালে সেবন করা যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে।

পার্শ্ব প্রতিক্রিয়া: প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে কারো কারো মৃদু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

দাম: প্রতি পিস ক্যাপসুল এর দাম ১০ টাকা।

এছাড়া আরো কিছু কার্যকরী লিভারের ওষুধ রয়েছে যেগুলোর নাম হলো:
  • লিভেক ক্যাপসুল (হামদর্দ) ৳৮
  • ইকটার্ন সিরাপ ৪৫০ মিলি (হামদর্দ) ৳১৫০
  • Radisil Capsule (Radiant) ৳10

বিশেষ সতর্কীকরণ: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন ধরনের ঔষধ সেবন করবেন না।

Next Post Previous Post