পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম [এন্টিবায়োটিক, নিয়ম ও দাম]

পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম সম্পর্কে বিস্তারিত
গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে পাতলা পায়খানা সবচেয়ে বেশি হয়ে থাকে। এ সময় ডায়রিয়া ও আমাশয় রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের এই রোগে মৃত্যুহার সবচেয়ে বেশি। তাই এটি হলে অবহেলা করা যাবে না। কারণ ২৪ ঘন্টায় তিনবার বা তার বেশি পাতলা পায়খানা হলে সেটা ডায়রিয়া হিসেবে বিবেচিত হবে।

পাতলা পায়খানা একটি অবস্থা যা পাতলা পানিযুক্ত মল দ্বারা চিহ্নিত করা হয় যা স্বাভাবিকের চেয়ে বেশি ঘন ঘন ঘটে। 

পাতলা পায়খানা হওয়ার কারণ

  • দূষিত পানি পান করা
  • অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করা
  • পেটে জীবাণুর আক্রমণ হলে
  • যে কোন খাদ্যে অসহিষ্ণুতা থাকলে
  • নির্দিষ্ট কিছু ওষুধ সেবনের ফলে।
  • আবিএস হলে 
  • নরো ভাইরাসের সংক্রমণের ফলে
  • অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে 

পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম

ইমোটিল ক্যাপসুল (স্কয়ার)

খাওয়ার নিয়ম: ইমোটিল বাংলাদেশের সুনামধন্য স্কয়ার কোম্পানির একটি ক্যাপসুল ওষুধ। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রথমে ২টি ক্যাপসুল সেবন করবে। এরপর যতবার পাতলা পায়খানা হবে ততবার ১টি করে ক্যাপসুল সেবন করতে হবে। যাদের বয়স ১৮ বছরের বেশি তারা প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পরে ১টি করে ক্যাপসুল সেবন করবে। সমস্যা ঠিক হয়ে গেলে আর সেবন করা যাবে না। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। এটি অতিরিক্ত সেবন করলে মল শক্ত হয়ে যাবে। তাই সতর্কতার সহিত সেবন করবেন। অবশ্যই সাথে খাবার স্যালাইন ঘনঘন খাওয়াতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া: পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব বা বমি, ক্লান্তিভাব, ঝিমুনিভাব এবং ঘুম ঘুম ভাব  ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

দাম: ইমোটিল প্রতি পিস ক্যাপসুল এর দাম ১ টাকা মাত্র। প্রতিটি পাতায় ১০টি ক্যাপসুল থাকে যার মূল্য ১০ টাকা মাত্র। পাতলা পায়খানার এই ওষুধ যে কোন ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন।

ফিলমেট ৪০০ ট্যাবলেট (বেক্সিমকো ফার্মা)

খাওয়ার নিয়ম: ফিলমেট বেক্সিমকো ফার্মা লিমিটেড কোম্পানির একটি ট্যাবলেট ওষুধ। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এবং যাদের বয়স ১২ বছর তারা প্রতিদিন দুই  ট্যাবলেট সেবন করতে পারবে। এটি সাত দিন পর্যন্ত খাওয়া যায়। সাথে অনেক সময় এন্টিবায়োটিক ট্যাবলেট সেবন করতে হয়। এই ওষুধ খাওয়ার পর ভরা পেটে খেতে হবে। অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। শিশুদের জন্য সিরাপ পাওয়া যায়। গর্ভাবস্থায় ও স্তনদানকালীন এটি খাওয়ানো যাবে না।

পার্শ্বপ্রতিক্রিয়া: এটি সেবনে বমি বমি ভাব কিংবা বমি এবং ডায়রিয়া ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

দাম: ফিলমেট ৪০০ প্রতি পিস ট্যাবলেট এর মূল্য ১.৭০ টাকা। আর প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ১৭ টাকা মাত্র।

পাতলা পায়খানার এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম

সিপ্রোসিন ২৫০ ট্যাবলেট (স্কয়ার)

খাওয়ার নিয়ম: স্কয়ার কোম্পানির সিপ্রোসিন এন্টিবায়োটিক ট্যাবলেট। এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি খাওয়া যাবে না। এই ট্যাবলেট প্রতিদিন দুইটি সেবন করতে হবে। অবশ্যই খাওয়ার পর ভরা পেটে। প্রতিদিন সকালে এবং বিকেলে ১টি করে। অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন। পায়খানার সাধারণ যে কোন ট্যাবলেট এর সাথে এটি সেবন করা যায়। এটি সাধারণত তিন দিনের বেশি সেবন করা যায় না।

পার্শ্বপ্রতিক্রিয়া: সিপ্রোসিন যেহেতু এন্টিবায়োটিক ওষুধ সেহেতু এটি সেবন করলে মাথাব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব ও হজমের সমস্যা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

দাম: প্রতিটি সিপ্রোসিন ২৫০ ট্যাবলেট এর দাম মাত্র ৮.৫৬ টাকা।

এছাড়া পাতলা পায়খানার আরো কিছু ট্যাবলেট ওষুধের নাম ও দাম নিচে তালিকা করে দেওয়া হল:
  • Metryl Opsonin Pharma Company (1.91 Taka)
  • Amodis Square Company (1.55 Taka)
  • Flagyl 400 Sanofi Company (1.58 Taka)
  • Metro 400 Ziska Pharma Company (1.05 Taka)
  • Flontin 500 Renata Company (15 Taka)
  • Aprocin 500 Aristophsrma (15 Taka)
  • Zox Tablet Square Company (10.07 Tk)

পায়খানা পাতলা হলে করণীয়

  • রোগীকে বেশি বেশি স্যালাইন খাওয়াতে হবে।
  • প্রচুর পরিমাণে তরল পান করাতে হবে। ডাবের পানি খাওয়াতে পারেন।
  • রোগীকে স্বাভাবিক ও পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়াতে হবে।
  • চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে।
  • ফাস্টফুড এড়িয়ে চলবেন। 
  • অতিরিক্ত তেল খাওয়া পরিহার করবেন।

পাতলা পায়খানা হলে কি কি খাওয়া যাবে?

  • খাবার স্যালাইন
  • ডাবের পানি
  • চিড়ার পানি
  • ভাতের মাড়
  • সকল প্রকার ফল ও সবজি
  • মাছ
  • মুরগী মাংস

পাতলা পায়খানা হলে কি কি খাওয়া যাবে না?

  • চা-কফি
  • অতিরিক্ত মসলাদার খাবার
  • তৈলাক্ত খাবার
  • ডিম
  • গরুর মাংস
  • রাস্তার ফাস্টফুড
  • মদ্যপান
Next Post Previous Post