এজিথ্রোমাইসিন কোন রোগের ঔষধ | ৫০০ কিসের কাজ করে | খাওয়ার নিয়ম | পার্শ্বপ্রতিক্রিয়া | দাম

এজিথ্রোমাইসিন কোন রোগের ঔষধ সম্পর্কে বিস্তারিত
এজিথ্রোমাইসিন মূলত একটি এন্টিবায়োটিক ওষুধ। এটি বহুল ব্যবহৃত একটি ওষুধ। এই ওষুধের প্রধান কাজ হলো ব্যাকটেরিয়া প্রতিরোধ করা। এটি ওষুধের গ্রুপ নাম যেটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাতকরণ করে থাকে। যতগুলো এন্টিবায়োটিক ওষুধ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি অন্যতম সেরা এবং কার্যকরী একটি ওষুধ। 

ব্যাকটেরিয়াজনিত সকল রোগের প্রতিষেধক হিসেবে এই এন্টিবায়োটিক ঔষধ ব্যবহার করা হয়। এছাড়া এই ওষুধ বিভিন্ন রকম রোগ প্রতিরোধে কাজ করে থাকে। নিম্নে উল্লেখিত কাজগুলো এজিথ্রোমাইসিন ট্যাবলেট করে থাকে।

এজিথ্রোমাইসিন ৫০০ কিসের কাজ করে?

এটি বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নিম্নে সেগুলো তুলে ধরা হলো:

  • ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে থাকে
  • নিউমোনিয়া রোগের জন্য
  • টাইফয়েড জ্বর হলে
  • ত্বকের সংক্রমণ হলে
  • ডায়রিয়া প্রতিরোধ করে
  • ব্রংকাইটিস
  • শ্বাসতন্ত্রের সংক্রমণ
  • মধ্য কর্ণের প্রদাহ
  • সাইনোসাইটিস
  • টনসিলাটিস
  • ফ্যারিনজাইটিস

এজিথ্রোমাইসিন কোন রোগের ঔষধ

এজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়াজনিত সকল প্রকার রোগের এন্টিবায়োটিক ঔষধ। উদাহরণস্বরূপ: টাইফয়েড জ্বর, অত্যধিক ঠান্ডা লাগা, ডায়রিয়া ও নিউমোনিয়া প্রভৃতি।

এজিথ্রোমাইসিন খাওয়ার নিয়ম

এই ট্যাবলেট ৫০০ মিলিগ্রাম ও ২৫০ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ৫০০ মিলিগ্রামের এই ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করতে হবে। অল্প বয়সী ব্যক্তিরা চাইলে ২৫০ মিলিগ্রামের এই ট্যাবলেট সেবন করতে পারে। রোগের সার্বিক অবস্থা বিবেচনা করে ওষুধের সেবন মাত্রা কমবেশি করা যেতে পারে। রোগী ও রোগের সার্বিক অবস্থা বিবেচনা করে এটি ৩ থেকে ৭ দিন পর্যন্ত ডোজ আকারে খাওয়া যায়। এধরনের এন্টিবায়োটিক ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করিবেন। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি খাওয়া যাবে না।

এজিথ্রোমাইসিন কয়টা খেতে হয়?

এজিথ্রোমাইসিন ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ১টি করে খেতে হবে।

এজিথ্রোমাইসিন কতদিন খাওয়া যায়?

এজিথ্রোমাইসিন ট্যাবলেট ৩ থেকে ৭ দিন খাওয়া যায়।

এজিথ্রোমাইসিন এর পার্শ্ব প্রতিক্রিয়া

এটি যেহেতু এন্টিবায়োটিক ওষুধ সেহেতু কিছু সাধারণ ও কিছু মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে ওষুধ গ্রহণ করা বন্ধ করে দিলে সেগুলো চলে যায়। নিম্নে উল্লেখযোগ্য কিছু তুলে ধরা হলো:

  • ডায়রিয়া হতে পারে
  • মাথাব্যথা হতে পারে
  • মাথা ঘুরতে পারে
  • ঘুম ঘুম ভাব
  • পেটে গ্যাসের সমস্যা
  • ত্বকে  কোন কিছু উঠতে পারে
  • শারীরিক দুর্বলতা অনুভব
  • হাত-পা বা শরীর কাঁপা

এজিথ্রোমাইসিন ট্যাবলেট ২৫০/৫০০ এর দাম কত?

এজিথ্রোমাইসিন ট্যাবলেট ৫০০ এর দাম ৩৫ টাকা আর ২৫০ এর দাম ২৫ টাকা। এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাতকরণ করে থাকে। বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি ট্যাবলেট এর নাম হল Zimax। এটি বাংলাদেশের স্বনামধন্য স্কয়ার কোম্পানির।

Next Post Previous Post