মেছতা দূর করার ক্রিম এর নাম [ছেলে ও মেয়েদের]


মেছতা দূর করার ক্রিম এর নাম জেনে নিন
মেছতা একটি কমন ত্বকের সমস্যা। এটি ছেলেদের চেয়ে মেয়েদের সবচেয়ে বেশি দেখা যায় মূলত হরমোনজনিত কারণে। মেছতা হলে মুখে কালো দাগ দেখা যায় যেটা সহজে দূর হয় না।

মুখে মেছতা কেন হয়?

মুখে মেছতা হওয়ার উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হলো জেনেটিক প্রিডিসপজিশন। এছাড়া নিম্নে উল্লেখিত কারণে ছেলে ও মেয়ে উভয়ের মুখে মেছতা হতে পারে:
  • তীব্র সূর্যের আলো মুখে লাগলে
  • চুলার আগুন এর তাপের কারণে
  • গর্ভাবস্থা
  • জন্মনিয়ন্ত্রণ পিল
  • থাইরয়েডের সমস্যা
  • কসমেটিকস ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে
  • মেয়েদের হরমোন সমস্যার কারণে 

মুখে মেছতা হলে করণীয়

  • ইপিডারমাল সুপারফেসিয়াল নামক মেছতা হলে প্রোপার নামক সানব্লক ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বককে ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে দিনের বেলা সূর্যের আলোয়।
  • রাতে আপনি ব্লিচিং এজেন্ট ব্যবহার করতে পারেন। হাইড্রোকুইনোন, ফলিক এসিড ও এসকরবিক নামক ব্লিচিং এজেন্ট ব্যবহার করে আপনি প্রায় ৪০% মেছতা মুখ থেকে দূর করতে সক্ষম হবেন।
  • কখনো কখনো হাইড্রোকুইনোন ব্লিচিং এজেন্ট ব্যবহার করার পরেও মেছতা আপনার মুখে আবার ফিরে আসতে পারে। এজন্য তখন আপনাকে ক্লিগমেজ ফর্মুলা ব্যবহার করতে হবে। ক্লিগমেজ ফর্মুলা তৈরি করার জন্য প্রয়োজন হবে হাইড্রোকুইনোন, একটু ভিটামিন ‘এ’ ডেরিভেটিভ ও ট্রিটিনাইনের মিশ্রন। এটি নিয়মিত মুখে লাগালে আপনার মুখের মেছতা চলে যাবে।
  • এরপরেও যদি আপনার মুখে মেছতা থেকে যায় তাহলে কেমিক্যাল পিল ব্যবহার করে দেখতে পারেন। ড্রাইকোলিক এসিড ও ট্রাইক্লোরো এসিটিক এসিড দিয়ে সাধারণ কেমিক্যাল পিল তৈরি করতে হয়।
  • সবচেয়ে ভালো হয় আপনি যদি নিয়মিত রোদে যাওয়ার পূর্বে সানস্ক্রিন ব্যবহার করেন।

মেছতা দূর করার ঘরোয়া উপায়

ছেলে ও মেয়ের উভয়ের মুখের মেছতা দূর করার প্রচলিত কিছু ঘরোয়া পদ্ধতি বা উপায় রয়েছে যেগুলো অনুসরণ করলে অল্প কিছুদিনের মধ্যে মুখের মেছতা ঘরে বসে প্রাকৃতিক উপায়ে দূর করা সম্ভব। তো চলুন জেনে নেই কিছু প্রচলিত ঘরোয়া পদ্ধতি সম্পর্কে:
  • ভিনেগারের ব্যবহার: আমরা প্রায় সবাই জানি যে ভিনেগারে রয়েছে এসিটিক এসিড আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। তাই সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে ময়লা জমে থাকা ত্বক পরিষ্কার করলে মেছতা ও দাগ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে।
  • হলুদের ব্যবহার: ৫ টেবিল চামচ হলুদ, ১০ টেবিল চামচ দুধ, ও ১ টেবিল চামচ বেসন একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে আধা ঘন্টা ত্বকে রেখে ধুয়ে ফেলুন। 
  • পেঁয়াজের ব্যবহার: আপনি যদি পেঁয়াজের রস ও ভিনেগার একসাথে মিশিয়ে তুলো দিয়ে দিনে দুইবার মেছতা আক্রান্ত স্থানে লাগান তাহলে ধীরে ধীরে মেছতা দূর হয়ে যাবে।
  • লেবুর রসের ব্যবহার: আপনি চাইলে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে মেছতা আক্রান্ত স্থানে লেবুর রস লাগিয়ে ঘুমাতে পারেন।
  • মধুর ব্যবহার: প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে মেছতা আক্রান্ত স্থানে মধু লাগিয়ে ঘুমাতে পারেন। কারণ মধু ত্বক উজ্জ্বল করতে কার্যকরী ভূমিকা পালন করে। যষ্টি মধুর নির্যাস হলে সবচেয়ে বেশি ভালো হয়।
  • পেঁপের ব্যবহার: আপনি চাইলে প্রতিদিন মেছতা আক্রান্ত স্থানে কাঁচা পেঁপের পেস্ট তৈরি করে লাগিয়ে রাখতে পারেন। এটি ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। পেঁপের পেস্ট সর্বোচ্চ ত্বকে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে।
  • টমেটোর ব্যবহার: মেছতা আক্রান্ত স্থানে আপনি চাইলে প্রতিদিন টমেটো কেটে লাগিয়ে রাখতে পারেন। প্রতিদিন ১০ মিনিট লাগিয়ে রাখলে মেছতা ধীরে ধীরে উঠে যাবে।
  • অ্যালোভেরার ব্যবহার: আপনার যদি মুখে মেছতা হয়ে থাকে তাহলে ঘুমানোর পূর্বে অ্যালোভেরার রস মুখে লাগিয়ে সারারাত রাখতে পারেন। এতে করে ধীরে ধীরে আপনার মেছতা হালকা হয়ে যাবে এবং আপনার ত্বক আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে।

পুরুষের মেছতা দূর করার ক্রিম

  • মেলাট্রিন ক্রিম
  • White Sunblock Cream
  • Berberis Cream

মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম

  • White Sunblock Cream
  • Berberis Cream
  • মেলাট্রিন ক্রিম
  • P Vita Melasma Cream

মেছতা দূর করার ক্রিম এর নাম

  • White Sunblock Cream
  • মেলাট্রিন ক্রিম
  • Berberis Cream
  • ট্রাইমেলা ক্রিম

মেছতার জন্য কোন ক্রিম ভালো?

  • Melatrin Cream
Next Post Previous Post