পাইলস এর এলোপ্যাথিক ঔষধের নাম | ট্যাবলেট | মলম | ক্রিম | নিয়ম | দাম


পাইলস এর ক্রিম ও এলোপ্যাথিক ঔষধের নাম
পায়ুপথের একটি জটিল রোগ হলো পাইলস। এই রোগে অনেক কষ্ট পোহাতে হয় রোগীকে। এটাকে অবহেলা করা যাবে না। কারণ এটি ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। এটাকে আবার অর্শ্বরোগও বলা হয়। এ রোগের শুরু থেকে সঠিক চিকিৎসা গ্রহণ করা উচিত নতুবা জটিল রূপ ধারণ করতে পারে। পায়ুপথে বিভিন্ন ধরনের পাইলস দেখা যায়।

পাইলস এর কারণ

পাইলস খুব অস্বস্তিকর এবং বেদনাদায়ক রোগ। এটি বিভিন্ন কারণে হতে পারে। কিছু সম্ভাব্য কারণ হলো:
  • কোষ্ঠকাঠিন্য
  • ডায়রিয়া
  • বেশি সময় ধরে বসে থাকা
  • টয়লেটে বেশিক্ষণ বসে থাকা
  • স্থূলতা
  • অযথা পায়খানা পেটে চেপে রাখা
  • দীর্ঘদিনের অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যা
  • বার্ধক্য
  • অতিরিক্ত রাত জাগা
  • যকৃত রোগ
  • পায়ুপথে যৌনক্রিয়া
  • কায়িক শ্রম কম করা
  • ব্যায়াম না করা
  • ভারি মালপত্র বহন করা
  • আঁশযুক্ত খাবার কম খাওয়া
  • বংশগত 
  • দেহে পুষ্টির ঘাটতি
  • পেটের ভিতরে চাপ বৃদ্ধি

পাইলস এর লক্ষণ

পাইলসের উপসর্গ ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে এবং হালকা অস্বস্তি থেকে তীব্র ব্যথা পর্যন্ত হতে পারে। এখানে কিছু সাধারণ লক্ষণ রয়েছে:

  • মলের সাথে তাজা কিংবা মরা রক্ত যাওয়া
  • মলত্যাগে ব্যথা লাগা
  • পায়ুপথ চুলকায়
  • মলদ্ধারে গোটা হওয়া
  • পায়ুপথের চারপাশে ফোলাভাব
  • মলদ্ধারে ব্যথা হওয়া

পাইলস হলে করণীয়

  • পায়ুপথের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
  • পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।
  • হালকা গরম পানি দিয়ে পায়ুপথ ভিজিয়ে নিতে পারেন।
  • প্রতিদিন প্রচুর আঁশযুক্ত সবজি, ফলমূল ও খাবার খান।
  • নিয়মিত ব্যায়াম কিংবা কায়িক শ্রম করুন।
  • প্রচুর আঁশযুক্ত সবজি, ফলমূল ও খাবার খান।
  • ফাস্টফুড ও মসলাদার খাবার এড়িয়ে চলুন।
  • অতিরিক্ত তেলযুক্ত খাবার পরিহার করুন।
  • আদর্শ ওজন নিশ্চিত করুন।
  • দীর্ঘক্ষণ পায়খানায় মলত্যাগের জন্য বসে না থাকা।
  • অতিরিক্ত সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পাইলসের ওষুধ খান। এছাড়া মলম রয়েছে পায়ুপথে লাগাতে পারেন।
  • বেশি বেশি কলা ও পেয়ারা খান।

পাইলস এর মলম ক্রিম

Erian Ointment Cream

ব্যবহারের নিয়ম: এটি স্কয়ার কোম্পানির একটি ক্রিম। পায়ুপথের বাইরে পাইলস হলে এই ক্রিম ব্যবহার করা হয়। এটি সাধারণত ৭ থেকে ১০ দিন ব্যবহার করতে হয়।
এটি ব্যবহার করলে পায়ুপথের চুলকানি ও ব্যথা দূর হয়ে যাবে পাশাপাশি রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এটি প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করতে হবে। ব্যবহার করার পূর্বে পায়খানা ক্লিয়ার করে নিতে হবে। রাজস্থানে আঙ্গুল দিয়ে লাগাতে পারেন অথবা প্রদত্ত কাঠি ইউজ করতে পারেন। অতিরিক্ত লাগানো যাবে না। গর্ভাবস্থায় ব্যবহার করা নিষিদ্ধ।

দাম: প্রতিটি ১৫ গ্রাম টিউবের মূল্য ৮০ টাকা।

এছাড়া আরো কিছু কার্যকরী পাইলস এর মলম ক্রিম এর নাম নিচে দেওয়া হলো:
  • Dictamni Cream
  • Anustat Cream
  • ডোবেসিল এলডি অয়েন্টমেন্ট
  • Rectocare Ointment 

পাইলস এর এলোপ্যাথিক ট্যাবলেট ঔষধের নাম

ড্যাফলন ৫০০ ট্যাবলেট

খাওয়ার নিয়ম: ড্যাফলন ৫০০ ট্যাবলেট প্রথম দিকে একটি করে দিনে তিনবার খেতে হয়। সমস্যা গুরুতর হলে দুটি করেও খাওয়া যায়। এভাবে প্রথমে ৭ থেকে ১০ দিন খেতে হয়। এটি যদি দীর্ঘদিন খান তাহলে প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন।

দাম: ড্যাফলন ৫০০ ট্যাবলেট প্রতিটির মূল্য ১৩ টাকা মাত্র।

নরমানাল ৫০০ ট্যাবলেট

খাওয়ার নিয়ম: নরমানাল রেনেটা লিমিটেড কোম্পানির একটি ওষুধ। যাদের অতিরিক্ত সমস্যা হয়েছে তারা প্রতিদিন তিনবার সেবন করবেন প্রতিবার দুটি করে এভাবে তিন দিন। তারপর আবার তিন দিন একই নিয়মে সেবন করবেন। প্রথম ছয় দিন খাওয়ার পর পুনরায় প্রতিদিন সকালে এবং রাতে একটি করে প্রতিদিন দুটি করে ট্যাবলেট সেবন করতে হবে। এভাবে দুই মাস খেতে হয়। খাওয়ার পর অবশ্যই ভরা পেটে খাবেন। আর একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন।

দাম: নরমানাল ৫০০ ট্যাবলেট প্রতি পিসের মূল্য ৯ টাকা।

আরো কিছু কার্যকরী পাইলস এর এলোপ্যাথিক ঔষধের নাম হলো:
  • Hemorif Tablet
  • Alvenor Tablet
  • Pilestop Tablet

পাইলস হলে কি কি খাওয়া যাবে না?

  • দুধ
  • পনির বা চিজের মতো দুগ্ধজাত খাবার
  • মাংস
  • মদ
  • অতিরিক্ত মসলাযুক্ত খাবার
  • ময়দা ও চিনি
  • কফি ও চা
  • ধূমপান
  • ফাস্টফুড
  • আইসক্রিম
  • চিপস

পাইলস হলে কি কি খাওয়া যাবে?

  • ফাইবার সমৃদ্ধ ফল কিংবা শাকসবজি
  • প্রচুর পরিমাণে পানি
  • রাজমা
  • মটরশুঁটি
  • ডাল
  • ঢেঁকিতে ছাঁটা চাল
  • কলা
  • পেঁপে
  • কিসমিস
  • আলুবোখারা
  • আঙুর
  • আপেল
  • টমেটো
  • শসা
  • পেঁয়াজ
  • ফুলকপি
  • বাঁধাকপি
  • গাজর
  • ব্রোকলি
Next Post Previous Post