রক্ত আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ [কারণ, লক্ষণ, নিয়ম, দাম]

রক্ত আমাশয় রোগের ঔষধ সম্পর্কে বিস্তারিত
রক্ত আমাশয় একটি জটিল রোগ যার কারণে মানুষের দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। তবে রক্ত আমাশয় রোগের ঔষধের নাম নাম জেনে সেই ওষুধ খেয়ে খুব সহজে নিরাময় করতে পারেন এটি। এই অসুখকে ভুলেও অবহেলা করা যাবে না। অবহেলা করলে পরবর্তীতে জটিল সমস্যায় পড়তে পারেন। তাই শুরু থেকে কারণ ও লক্ষণ জেনে চিকিৎসা করতে হবে। অতিরিক্ত সমস্যা হলে চিকিৎসকের নিকট নিয়ে যেতে হবে। তবে সাধারণ সমস্যা হলে রক্ত আমাশয় এর ঔষধ ঔষধ নিয়ম জেনে খাওয়াতে পারেন। যেগুলো সম্পর্কে আমরা নিচে বিস্তারিত আলোচনা করেছি।

রক্ত আমাশয়ের কারণ

  • ব্যাকটেরিয়ার সংক্রমণ
  • পরজীবী সংক্রমণ 
  • স্যাঁতস্যাঁতে পরিবেশে বসবাস করলে
  • বস্তি এলাকায় বসবাস করলে
  • প্রদাহজনক অন্ত্রের রোগ (IBD)
  • আলসারেটিভ কোলাইটিস বা ক্রোহন ডিজিজ

রক্ত আমাশয়ের লক্ষণ

  • ডায়রিয়ার সঙ্গে রক্তপাত
  • পেটে ব্যথা 
  • বমি বমি ভাব এবং বমি
  • জ্বর এবং সর্দি
  • ডিহাইড্রেশন
  • খাবারে অরুচি
  • পেট ফাঁপা
  • ক্ষুধা হ্রাস
  • ক্লান্তি এবং দুর্বলতা

আপনি যদি এই উপসর্গগুলোর মধ্যে অনেকগুলো উপসর্গ অনুভব করেন তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

রক্ত আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ

রক্ত আমাশয় হলে অনেকগুলো ওষুধ একসাথে খেতে হয়। কোন কোন উপসর্গ থাকলে হলে কোন কোন ওষুধ খাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো: 
  • সিপ্রোসিন ৫০০ ট্যাবলেট: এটি স্কয়ার কোম্পানির এন্টিবায়োটিক ওষুধ। যার প্রতি পিস এর মূল্য ১৫ টাকার আশেপাশে। এটি সাত দিন খেতে হবে সকাল একটি এবং রাতে একটি করে খাওয়ার পর ভরা পেটে। 
  • ট্রাক্সিল ক্যাপসুল: এটি তখনই আপনাকে খেতে হবে যখন দেখবেন পায়খানার সাথে অতিরিক্ত পরিমাণ রক্ত যাচ্ছে। এটি সকালে, বিকালে এবং রাতে একটি করে ক্যাপসুল খাওয়ার পর ভরা পেটে খেতে হবে। যতদিন রক্ত যাবে ততদিন খেতে হবে। রক্ত যাওয়া বন্ধ হলে বাদ দিয়ে দিবেন। প্রতি পিস ক্যাপসুলের মূল্য ২৫ টাকা।
  • ইমোটিল ট্যাবলেট: অতিরিক্ত পরিমাণ পাতলা পায়খানা হলে এটা সেবন করতে হবে। প্রথমবার দুইটি ট্যাবলেট সেবন করতে হবে। খাওয়ার পর ভরা পেটে। এরপর প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। এটি সেবন করলে পায়খানা অনেক শক্ত হয়ে যাবে। এজন্য পায়খানা নরম করার সিরাপ সেবন করতে হবে। স্কয়ার কোম্পানির প্রতিটি ইমোটিল ট্যাবলেট এর মূল্য টাকা।
  • এভোল্যাক সিরাপ: ইমোটিল ট্যাবলেট খাওয়ার ফলে পায়খানা অতিরিক্ত শক্ত হবে এজন্য আপনাকে এভোল্যাক সিরাপ সিরাপ খেতে হবে। দুই থেকে তিন চা চামচ করে দিনে দুইবার খেতে হবে। পায়খানা ঠিক হয়ে গেলে খাওয়া বাদ দিবেন। এভোল্যাক ১০০ মিলি সিরাপ এর মূল্য নেবে ১৭০ টাকা। এটি এরিস্টোফার্মা লিমিটেড কোম্পানির কোষ্ঠকাঠিন্যের ওষুধ।
  • মেট্রো ৪০০ ট্যাবলেট: পায়খানার সাথে অতিরিক্ত মিউকাস গেলে এই ট্যাবলেটটি সেবন করতে হবে প্রতিদিন তিনবার। সকাল বিকাল এবং রাতে খাওয়ার পর ভরা পেটে। এভাবে সাত দিন খেতে হবে। প্রতিটি ট্যাবলেট এর মূল্য ১.৪৭ টাকা মাত্র।
  • ভিসরাল ট্যাবলেট: পেটে অতিরিক্ত পরিমাণ ব্যথা থাকলে এবং মোচড়ালে বা কামড়ালে এই ট্যাবলেট সেবন করতে হয়। একটি অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির একটি মেডিসিন। প্রতি পিস ট্যাবলেট এর মূল্য টাকা মাত্র। এটি প্রতিদিন তিনবার খেতে হবে সকালে, বিকালে এবং রাতে একটি করে খাবার পর ভরা পেটে।
  • ওর স্যালাইন: সকল ওষুধ খাওয়ার সঙ্গে প্রতিদিন ওর স্যালাইন এন খেতে হবে। অবশ্যই স্যালাইন খাওয়ার সঠিক নিয়ম মেনে চলতে হবে।
Next Post Previous Post