কারমিনা সিরাপ এর উপকারিতা, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, দাম


কারমিনা সিরাপ এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত
কারমিনা সিরাপ বাংলাদেশের হামদর্দ ল্যাবরেটরীজ লিমিটেড কোম্পানির একটি মেডিসিন। এটি একটি অতি পরিচিত মেডিসিন। এটি সেবন করলে গ্যাসের সমস্যা দূর করে থাকে।

কারমিনা সিরাপ এর উপকারিতা

এই সিরাপ সেবন করলে বিভিন্ন রকম উপকার পাওয়া যায়। এই সিরাপ সেবন করলে যে সব উপকারিতা পাওয়া যায় তার নিচে তুলে ধরা হলো: 

  • বুকের জ্বালা পোড়া দূর করে থাকে
  • পেট ফাঁপা দূর করে থাকে
  • বায়ুজনিত পেটে ব্যথা দূর করে থাকে
  • বমি বমি ভাব দূর করে থাকে
  • ক্ষুধামন্দা বা খাবারে অরুচি দূর করে থাকে
  • বদহজম দূর করে থাকে
  • ঢেকুর তোলা সমস্যা দূর করে থাকে
  • পাকস্থলী এবং লিভারের দুর্বলতা দূর করে থাকে
  • কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে দূর করে থাকে
  • হজম শক্তি বহুগুণে বৃদ্ধি করে থাকে
  • শারীরিক দুর্বলতা দূর করে থাকে

কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ২ চা চামচ করে দিনে ২ থেকে ৩ বার খাবেন। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ০.৫ চামচ থেকে ১ চা চামচ করে প্রতিদিন ২ থেকে ৩ বার খেতে হবে। কারমিনা সিরাপ অবশ্যই খাওয়ার পরে সেবন করতে হবে। আপনি চাইলে সকালে, দুপুরে এবং রাতে খাওয়ার পর এই সিরাপ সেবন করতে পারেন। 

কারমিনা সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই সিরাপ খাওয়ার ফলে তেমন কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। তবে এ ধরনের সিরাপ সেবন করার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম হবে। 

কারমিনা সিরাপ এর অপকারিতা

এই সিরাপ ভেজষ উপাদান দিয়ে তৈরি করায় এটি একটি হারবাল ওষুধ। তাই এটি সেবন করলে তেমন কোন ধরনের অপকারিতা পাওয়া যায় না।

কারমিনা সিরাপ শিশুদের খাওয়ানো যাবে কিনা?

হ্যাঁ, কারমিনা সিরাপ শিশুদের খাওয়ানো যাবে। আরো বিস্তারিত সঠিক তথ্য জানতে চিকিৎসকের পরামর্শ নিন।

স্তনদানকালীন মায়েদের কারমিনা সিরাপ খাওয়া যাবে কিনা?

এটি যেহেতু হারবাল মেডিসিন তাই স্তনদানকালীন মায়েদের এই সিরাপ খাওয়া যাবে। তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন।

কারমিনা সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

এ প্রশ্নের সঠিক উত্তর পেতে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন।

কারমিনা সিরাপ খেলে কি ঘুম হয়?

কারমিনা সিরাপ সেবন করলে ঘুম কিংবা ঘুম ঘুম ভাব হতে পারে।

কারমিনা সিরাপ খাওয়ার আগে না পরে?

কারমিনা সিরাপ খাওয়ার পরে সেবন করতে হবে।

কারমিনা সিরাপ খেলে কি মোটা হওয়া যায়?

একটি ভুল প্রচলিত কথা রয়েছে যে কারমিনা সিরাপ খেলে মানুষ মোটা হয়। এ ধারণা একেবারে সত্য নয়। আপনার যদি ক্ষুধা মন্দা কিংবা অরুচি সমস্যা থাকে তাহলে এই সিরাপ খেলে দূর হয়ে যাবে। এতে করে আপনার স্বাস্থ্য উন্নতি হতে পারে। তবে এটা কোন মোটা হওয়ার ঔষধ বা সিরাপ নয়। আপনি যদি মোটা হওয়ার ঔষধের নাম সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন। 

কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয়?

এই সিরাপ সেবন করলে তেমন কোন ধরনের ক্ষতি হয় না। তবে এটি সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন।

কারমিনা সিরাপ এর দাম কত?

কারমিনা সিরাপ ১০০ মিলি বোতলের দাম ৫০ টাকা।

কারমিনা সিরাপ ২৫০ মিলি বোতলের দাম ৮৫ টাকা।

কারমিনা সিরাপ ৪৫০ মিলি বোতলের দাম ১৩০ টাকা।

Next Post Previous Post