Don A 10 mg এর কাজ কি, কিসের ঔষধ, খাওয়ার নিয়ম, দাম

don a tablet এর কাজ কি তা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন
 ডন এ ট্যাবলেট এর গ্রুপ বা জেনেরিক নাম হলো ডমপেরিডন ম্যালিয়েট। এটি একমি ল্যাবরেটরীজ কোম্পানির একটি মেডিসিন। 

Don A 10 mg tablet এর কাজ কি

এই ট্যাবলেট সেবন করলে বিভিন্ন রকম রোগের কাজ করে থাকে। এই ট্যাবলেট সেবন করলে নিম্নোক্ত উপসর্গের জন্য কাজ করে থাকে:

  • পেটের উপরের অংশে ব্যথা
  • গ্যাসের বায়ু উপরের দিকে উঠলে
  • অল্প খাবারে তুষ্টি হলে
  • গ্যাসের সমস্যা হলে
  • পায়খানা কষা হলে
  • পেট ভার বোধ করা
  • আলসারবিহীন অজীর্ণ রোগ হলে
  • অযথা বুক জ্বালাপোড়া করা
  • বমি বমি ভাব
  • হজম প্রক্রিয়ায় সমস্যা
  • খাবারে অরুচি
  • ঢেকুর তোলা

ডন এ (Don A) ট্যাবলেট কিসের ঔষধ?

ডন এ ট্যাবলেট বিভিন্ন রকম রোগের উপসর্গের বিরুদ্ধে কাজ করে থাকে। তবে বিশেষ করে বমি বা বমি বমি ভাব হলে এই ট্যাবলেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

ডন এ ট্যাবলেট খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ২টি ট্যাবলেট ৬-৮ ঘন্টা অন্তর অন্তর সেবন করবে। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবে। শিশুদের জন্য সিরাপ রয়েছে যেটি চাইলে খাওয়াতে পারেন। ডন এ ট্যাবলেটটি বিভিন্ন রকম রোগের জন্য কাজ করে থাকে। রোগভেদে এর সেবন বিধি বিভিন্ন রকম হয়ে থাকে। তাই আপনার সমস্যা বা রোগ সনাক্ত করে চিকিৎসকের পরামর্শ মোতাবেক নির্দেশিত মাত্রায় ডন এ ট্যাবলেটটি সেবন করুন।

ডন এ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই ট্যাবলেট সেবন করলে বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার নিচে দেওয়া হলো:

  • ফুসকুড়ি হতে পারে
  • ঘনঘন পিপাসা লাগতে পারে
  • স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে স্তন বড় হয়ে থাকতে পারে কিংবা ক্ষত হতে পারে
  • মাথা ব্যথা হতে পারে
  • ত্বক লালচে ভাব হতে পারে
  • ঘুম ঘুম ভাব হতে পারে
  • কারো কারো ক্ষেত্রে নার্ভাসভাব হতে পারে
  • কখনো কখনো আবার মায়েদের দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি পেতে পারে
  • কারো কারো ক্ষেত্রে আবার চুলকানি হতে পারে
  • মুখ শুষ্ক হয়ে যেতে পারে
  • দুশ্চিন্তা ভর করতে পারে

Don A tablet শিশুদের খাওয়ানো যাবে কিনা?

ডন এ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না। তবে শিশুদের জন্য বিকল্প হিসেবে ডন এ সিরাপ পাওয়া যায় সেটি খাওয়াতে পারেন।

Don A tablet গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

Don A tablet ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে না।

স্তনদানকালীন মায়েদের Don A tablet খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের Don A tablet খাওয়া যাবে।

Don A tablet প্রতিদিন কয়টি খেতে হবে?

Don A tablet প্রতিদিন ৪-৬টি খেতে হবে।

স্তনদানকালীন মায়েদের Don A tablet ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

ডন-এ ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস ডন-এ ট্যাবলেট এর দাম হলো ৩.৪৫ টাকা।

Next Post Previous Post