doxicap এর কাজ কি, কিসের ওষুধ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, দাম

doxicap এর কাজ কি তা সম্পর্কে বিস্তারিত জেনে নিন
ডক্সিক্যাপ রেনেটা ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানি বাজারে বাজারজাতকরণ করে থাকে। এই ঔষধ এর জেনেরিক নাম হলো ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এটি এন্টিবায়োটিক ওষুধ হওয়ায় বিভিন্ন ধরনের কাজ করে থাকে। 

Doxicap এর কাজ কি

ডক্সিক্যাপ ক্যাপসুল বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিম্নে এর কাজগুলো উল্লেখ করা হলো:

  • সর্দি বা কাশি বা ঠান্ডা হলে 
  • ত্বক সংক্রমণ
  • সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন
  • চর্মরোগ যেমন চুলকানি
  • আমাশয় কিংবা ডায়রিয়া হলে 
  • সাইনোসাইটিস
  • টনসিলের সমস্যা হলে
  • ম্যালেরিয়া রোধ
  • গলা ব্যথা
  • শাসযন্ত্রের বা শ্বাসতন্ত্রের সমস্যা
  • শ্বাসযন্ত্রের সংক্রমণ
  • ত্বক ব্রণ হলে
  • মূত্রনালীর সংক্রমণ
  • চোখের সংক্রমণ
  • গনোরিয়া
  • নিউমোনিয়া হলে
  • দাঁতের রোগ

Doxicap কিসের ঔষধ?

ডক্সিক্যাপ  ক্যাপসুল একটি এন্টিবায়োটিক ওষুধ। এটি বিভিন্ন রকম সংক্রমণ প্রতিরোধে কাজ করে থাকে। যেমন ত্বক সংক্রমণ, চোখের সংক্রমণ, শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং মূত্রনালীর সংক্রমণ প্রভৃতি। আপনি এর কাজ পড়লে ভালোভাবে জানতে পারবেন এটি আসলে কোন কোন রোগের ঔষধ হিসেবে নির্দেশ করা হয়।

ডক্সিক্যাপ ক্যাপসুল খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন ১০০ মিলিগ্রাম করে ২টি ক্যাপসুল খাওয়ার পরে সেবন করবেন। এভাবে ৭ থেকে ১০ দিন ডোজ চালিয়ে যেতে হবে। কখনো কখনো ডোজের মাত্রা রোগের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তারতম্য করা যেতে পারে। এটি অবশ্যই খাওয়ার পর ভরা পেটে সেবন করতে হয়।

তবে একটা বিষয় মনে রাখবেন যেকোন এন্টিবায়োটিক ওষুধ সেবন এর আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। নতুবা নিজের মারাত্মক ক্ষতি করতে পারেন। এই ঔষধ গর্ভাবস্থায় সেবন করা যাবে না। 

এতে গর্ভের ভ্রণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ৮ বছরের কম বয়সী বাচ্চাদের এই এন্টিবায়োটিক ক্যাপসুল খাওয়ানো যাবে না।

Doxicap এর পার্শ্বপ্রতিক্রিয়া

  • বমি 
  • বমি বমি ভাব
  • অ্যানিমিয়া
  • গ্যাসের ফলে বুক জ্বালাপোড়া 
  • অন্ননালিতে আলসার
  • ত্বকে ফুসকুড়ি
  • ডায়রিয়া 

Doxicap ক্যাপসুল এর দাম কত?

ডক্সিক্যাপ  প্রতি পিস ক্যাপসুল এর দাম ২.২০ টাকা এবং প্রতি পাতা ক্যাপসুল এর মূল্য ২১ টাকা মাত্র।

Next Post Previous Post