Hemofix FZ এর কাজ কি, কিসের ওষুধ, খাওয়ার নিয়ম [বিস্তারিত জানুন]


hemofix fz কিসের ওষুধ জেনে নিন
হেমোফিক্স এফজেড ট্যাবলেট বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ঔষধ। এটি বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই ঔষধের গ্রুপ নাম বা জেনেরিক নাম হলো ফেরাস অ্যাসকরবেট + ফলিক এসিড + জিংক সালফেট।

Hemofix FZ এর কাজ কি

হেমোফিক্স এফজেড ট্যাবলেট বিভিন্ন রকম উপসর্গের জন্য নির্দেশিত হয়ে থাকে। এর কাজগুলো হলো:

  • আয়রনের ঘাটতি পূরণ করে থাকে
  • গর্ভাবস্থায় রক্তস্বল্পতা দূর করে থাকে
  • এটি জিংক ও আয়রনের অভাব পূরণ করে থাকে
  • মেয়েদের পিরিয়ডের সময় আয়রনের অভাব হলে
  • মলিন ত্বক
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি খেলে
  • নখে ভঙ্গুরতা থাকলে
  • মনোযোগের অভাব থাকলে
  • ফলিক এসিডের অভাব হলে

Hemofix FZ কিসের ঔষধ

এই ট্যাবলেট জিংক ও আয়রনের ঔষধ। যেটি জিংক ও আয়রনের অভাব পূরণ করে থাকে। এছাড়া আরো অনেক কাজ করে থাকে যেগুলো আমরা উপরে উল্লেখ করেছি।

Hemofix FZ খাওয়ার নিয়ম

বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার আগে কিংবা পরে সেবন করতে পারবে। অথবা চিকিৎসকের পরামর্শ মত এই ট্যাবলেট সেবন করতে পারবে। কখনো কখনো চিকিৎসকের পরামর্শ নিয়ে দিনে দুইটি ট্যাবলেট সেবন করা যায়। এই ট্যাবলেট তিন থেকে ছয় মাস গ্রহণ করা যায়। গর্ভবতী মায়েদের অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে। কারণ একমাত্র ডাক্তারই আপনার অভাব বুঝে সঠিক ডোজ নির্দেশ করতে পারে। তবে মনে রাখবেন এটি শিশুদের খাওয়ানো যাবে না। মাত্রাতিরিক্ত ডোজ থেকে বিরত থাকুন।

হেমোফিক্স এফজেড ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

Hemofix FZ ট্যাবলেট সেবন করলে তেমন কোন ধরনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। তবে ক্ষণস্থায়ী কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে:

  • এপিগ্যাস্ট্রিক ব্যথা হতে পারে
  • বমিবমি ভাব হতে পারে
  • কোষ্ঠকাঠিন্য হতে পারে
  • বমি হতে পারে 
  • ডায়রিয়া হতে পারে
  • হার্ট জ্বালাপোড়া করতে পারে

Hemofix FZ ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস  হেমোফিক্স এফজেড ট্যাবলেট এর দাম হলো ৫.০০ টাকা। প্রতি পাতার ট্যাবলেট এর মূল্য হবে ৫০ টাকা। এটি আশেপাশে যেকোনো ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করতে পারবেন।
Next Post Previous Post