নাপা সিরাপ ও ট্যাবলেট খাওয়ার নিয়ম [এর কাজ, কিসের ঔষধ, পার্শ্বপ্রতিক্রিয়া, দাম]

নাপা সিরাপ খাওয়ার নিয়ম কি তা জেনে নিন

নাপা বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিঃ কোম্পানির একটি ঔষধ। এই ঔষধের জেনেরিক নাম বা গ্রুপ নাম হলো প্যারাসিটামল।

নাপা ট্যাবলেট ও সিরাপ এর কাজ কি

নাপা সেবন করলে বিভিন্ন রকম রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিম্নে উল্লেখ করা হলো কোন কোন রোগের কিংবা সমস্যার ক্ষেত্রে আপনি নাপা খেতে পারেন:

  • হালকা জ্বর
  • দাঁত ব্যথা
  • মাথা ব্যথা
  • আর্থরাইটিস
  • পেটে ব্যথা
  • সর্দি জ্বর
  • ইনফ্লুয়েঞ্জা
  • কানে ব্যথা
  • পিঠে ব্যথা
  • শরীর ব্যথা
  • স্নায়ু প্রদাহজনিত ব্যথা 
  • ঋতুস্রাবজনিত ব্যথা
  • মচকে যাওয়া ব্যথা
  • অন্ত্রে ব্যথা
  • অস্ত্রোপচার পরবর্তী ব্যথা
  • প্রসব পরবর্তী ব্যথা
  • প্রদাহজনিত ব্যথা
  • শিশুদের টিকা পরবর্তী ব্যথায়
  • বাতজনিত ব্যথা
  • অস্টিওআথ্রাইটিসজনিত ব্যথা
  • অস্থিসংযোগ সমূহের অনমনীয়তায়

বড়দের নাপা সিরাপ খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নাপা সিরাপ সেবন করতে হবে দিনে ৩ থেকে ৪ বার। প্রতিবার সেবন করতে হবে ৪ থেকে ৮ চা চামচ। খাওয়ার পর ভরাপেটে সেবন করতে হবে। 

বাচ্চাদের নাপা সিরাপ খাওয়ার নিয়ম

১ থেকে ৫ বছর বয়সের জন্য: ১ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের প্রতিদিন ৩ থেকে ৪ বার নাপা সিরাপ খাওয়াতে হবে। প্রতিবার সেবন করাতে হবে ১ থেকে ২ চা চামচ।

৫ থেকে ১২ বছর বয়সের জন্য: ৫ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের প্রতিদিন ৩ থেকে ৪ বার নাপা সিরাপ খাওয়াতে হবে। প্রতিবার সেবন করাতে হবে ২ থেকে ৪ চা চামচ।

শিশুদের নাপা সিরাপ খাওয়ার নিয়ম

৩ মাসের কম বয়সী শিশুদের জন্য: ৩ মাসের কম বয়সী শিশুদের প্রতিদিন ৩ থেকে ৪ বার নাপা সিরাপ খাওয়াতে হবে। প্রতিবার সেবন করাতে হবে ১০ মি.গ্রা.। তবে কোন শিশু যদি জন্ডিস থাকে তাহলে তাকে প্রতিবার সেবন করাতে হবে ৫ মি.গ্রা.।

নাপা ট্যাবলেট খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্কদের জন্য: প্রতিদিন সর্বোচ্চ ৮টি ট্যাবলেট সেবন করতে পারবে। প্রতিবার সর্বোচ্চ ১-২ টি ট্যাবলেট সেবন করা যাবে। প্রতি ৪ থেকে ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। অর্থাৎ প্রতিদিন ৪ থেকে ৬ বার নাপা ট্যাবলেট সেবন করা যায়।

নাপা সিরাপ ও ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

নাপা সেবনে তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সাধারণত। তবে কারো কারো ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ, ফুসকুড়ি এবং এলার্জি সমস্যা দেখা দিতে পারে।

নাপা ট্যাবলেট কিসের ঔষধ | Napa Tablet কিসের ঔষধ

নাপা সাধারণত হালকা জ্বর এবং ব্যথানাশক ওষুধ হিসেবে খাওয়া হয়।

নাপা খাওয়ার আগে না পরে?

নাপা সিরাপ কিংবা ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে সেবন করতে হয়।

নাপা গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

নাপা সিরাপ কিংবা ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।

স্তনদানকালীন মায়েদের নাপা খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের নাপা সিরাপ কিংবা ট্যাবলেট খাওয়া যাবে।

নাপা শিশুদের খাওয়ানো যাবে কিনা?

নাপা সিরাপ শিশুদের খাওয়ানো যাবে। তবে যদি ট্যাবলেট খাওয়াতে চান তাহলে অবশ্যই তার বয়স ১২ বছরের ঊর্ধ্বে হতে হবে।

নাপা প্রতিদিন কয়বার খেতে হবে?

নাপা সিরাপ কিংবা ট্যাবলেট প্রতিদিন তিন থেকে চারবার খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

নাপা খেলে কি ঘুম হয়?

নাফা সিরাপ কিংবা ট্যাবলেট কোনটাই খেলে ঘুম হয় না।

নাপা খেলে কি ওজন কমে যায়?

নাপা সিরাপ কিংবা ট্যাবলেট খেলে ওজন কমে না।

নাপা সিরাপ খোলার পর কতদিন খাওয়া যায়?

তরল ওষুধের মুখ খোলার পর সাধারণত চার সপ্তাহ ভালো থাকে। কোন কোন ওষুধের ক্ষেত্রে সেটা কম বেশি হতে পারে। তাই বলা যায় নাপা সিরাপ খোলার পর সাধারণত ৪ সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়।

নাপা ঔষধ বেশি খেলে কি হয়?

নাপা ঔষধ বেশি দিন খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়বে।

খালি পেটে নাপা খেলে কি হয়?

খালি পেটে নাপা খাওয়া যাবে না। খালি পেটে নাপা খেলে মারাত্মক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

কয়টা নাপা খেলে মানুষ মারা যায়?

২৪ টা ৫০০ মিলিগ্রামের নাপা ট্যাবলেট খেলে আপনি মারা যেতে পারেন। এ বিষয়ে গবেষণালব্ধ কোন তথ্য পাওয়া যায়নি। ইন্টারনেট থেকে সংগ্রহীত।

নাপা সিরাপ কোন কোম্পানির ঔষধ?

নাফা সিরাপ বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির ঔষধ।

নাপা ট্যাবলেট এর দাম কত?

নাপা ৫০০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম প্রতি পিস ১.২০ টাকা মাত্র।

নাপা সিরাপ এর দাম কত?

প্রতিটি ৬০ মিলিগ্রাম নাপা সিরাপ এর দাম ৩৫ টাকা মাত্র।

প্রতিটি ১০০ মিলিগ্রাম নাপা সিরাপ এর দাম ৫০ টাকা মাত্র।

Next Post Previous Post