Tufnil এর কাজ কি | খাওয়ার নিয়ম | পার্শ্বপ্রতিক্রিয়া

জেনে নিন বিস্তারিত টাফনিল ট্যাবলেট সম্পর্কে
আপনি কি Tufnil এর কাজ কি জানতে চান? টাফনিল ট্যাবলেটটি এসকেএফ ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকে। এই ওষুধের জেনেরিক নাম হলো টলফেনামিক এসিড। এটিতে ২০০ মিলিগ্রাম টলফেনামিক এসিড রয়েছে। বাজারে এটি শুধুমাত্র ট্যাবলেট আকারেই পাওয়া যায়, সিরাপ আকারে পাওয়া যায় না।

Tufnil Tablet এর কাজ কি

টাফনিল ট্যাবলেটটি বিভিন্ন রকম রোগ বা সমস্যার জন্য কাজ করে থাকে যা নিচে তালিকা করে উল্লেখ করে দেওয়া হলো:
  • মাইগ্রেন জনিত মাথা ব্যাথা (সাধারণত মাথার একপাশে হয়ে থাকে)
  • হালকা থেকে তীব্র মাথা ব্যথা 
  • অপারেশন পরবর্তী ব্যথার জন্য নির্দেশনা করা হয়
  • জ্বর জনিত ব্যথার জন্য নির্দেশিত
  • অপারেশন করে কাটা-ছেঁড়া করার ফলে ব্যথা
  • যেকোনো সাধারণ ব্যথায় নির্দেশিত
  • আঘাতজনিত যেকোনো ব্যথা
  • পেশিতে ব্যথা হলে

টাফনিল কিসের ঔষধ?

টাফনিল ট্যাবলেট যেকোনো প্রকার তীব্র মাথা ব্যথার অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। বিশেষ করে যাদের মাইগ্রেনজনিত ব্যথা রয়েছে তারা এই ওষুধ সেবন করতে পারেন। এছাড়া আরো কিছু সমস্যার জন্য এই ওষুধ ব্যবহার করা হয়।

টাফনিল ট্যাবলেট খাওয়ার নিয়ম

টাফনিল মাথা ব্যথার একটি কার্যকরী ওষুধ হলেও এই ওষুধ সেবনে রয়েছে ব্যাপক জটিলতা। ব্যথার জন্য কাজ করে এমন যেকোনো ওষুধ শরীরের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই এই ধরনের ওষুধ সেবনের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। অবশ্যই আপনি এই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম জেনে নেবেন। 

এখন আমরা ওষুধের লেবেলে যে নিয়ম রয়েছে সেটি সম্পর্কে জানবো। তবে চিকিৎসক সাধারণত আপনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং রোগের মাত্রা নির্ধারণ করে ওষুধ খাওয়ার সেবন বিধি আপনাকে জানাবে। যাদের তীব্র মাথাব্যথা রয়েছে তারা ২০০ মিলিগ্রাম একটি ট্যাবলেট প্রথম উপসর্গ দেখা দেওয়ার ১ থেকে ২ ঘন্টা পর সেবন করবেন।

যাদের হালকা থেকে মধ্যম পর্যায়ের মাথাব্যথা রয়েছে তারা প্রতিদিন ২০০ মিঃগ্রাঃ একটি ট্যাবলেট সম্পূন্ন কিংবা অর্ধেক ট্যাবলেট (১০০মিঃগ্রাঃ) দিনে তিনবার সেবন করবেন। এটি যেহেতু ব্যথানাশক ট্যাবলেট যেহেতু অবশ্যই একটি গ্যাসের ট্যাবলেট খাবেন। তবে আগে Tufnil এর কাজ কি জেনে নিবেন।

টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া

টাফনিল ট্যাবলেট খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলো হলো:
  • ডায়রিয়া হতে পারে
  • বমি বমি ভাব হতে পারে
  • পেটে ব্যথা হতে পারে
  • ক্ষুধামন্দা দেখা দিতে পারে
  • শ্বাসপ্রণালীর সমস্যা
  • শিহরণ সমস্যা
  • কাঁপুনি হতে পারে
  • মাথা ব্যথা হতে পারে
  • ক্লান্তি অনুভব হতে পারে
  • কারো কারো উত্তেজনা
  • কোমা 
  • ঘুম ঘুম ভাব
  • মাথা ঘোরা
  • কানে ভোঁ ভোঁ শব্দ
  • মুর্ছা যাওয়া 
  • খিচুনির সমস্যা
যেকোনো পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র হলে অতি শীঘ্রই চিকিৎসকের কাছে যাবেন।

টাফনিল ট্যাবলেট এর দাম কত

২০০ মিঃগ্রাঃ প্রতিটি টাফনিল ট্যাবলেট এর মূল্য মাত্র ১০ টাকা। প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ১০০ টাকা মাত্র। প্রতি বক্স ওষুধের মূল্য ৬০০ টাকা মাত্র। এই ওষুধের মূল্য যে কোন সময় পরিবর্তন হতে পারে। আপনি আপনার হাতের নাগালের যেকোনো ফার্মেসি থেকে এই ট্যাবলেট ক্রয় করতে পারবেন। 

কিছু সতর্কতা ও সাবধানতা

টাফনিল ট্যাবলেট ১৮ বছরের কম বয়সী শিশুদের সেবন করা যাবে না। গর্ভকালীন ও স্তনদানকালীন সেবন করা যাবেনা। যাদের পেপটিক আলসার রয়েছে সেসব রোগীরা এই ওষুধ সেবন করতে পারবে না। যাদের যকৃত সমস্যা রয়েছে তারাও এই ওষুধ সেবন করতে পারবে না। এছাড়া যাদের হার্টের সমস্যা কিডনির সমস্যা, এলার্জি, রক্তপাত সমস্যা, উচ্চ রক্তচাপ সমস্যা, অ্যাজমা সমস্যা রয়েছে তাদের সতর্কতার সহিত টাফনিল ট্যাবলেট সেবন করতে হবে। তবে সেবন না করাই উত্তম। 
Next Post Previous Post