পেটের গ্যাস কমানোর ঔষধ [নিয়ম ও দাম]

জেনে নিন পেটের গ্যাস কমানোর ঔষধ সম্পর্কে
আপনি কি পেটের গ্যাস কমানোর ঔষধ খুঁজছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্যই। পেটে গ্যাসের সমস্যায় প্রতিনিয়ত ভুগছে হাজারো মানুষ। অনেক ক্ষেত্রে খাওয়ার পরে সমস্যাটি দেখা দেয়। তবে এটি হওয়া অস্বাভাবিক কিছু নয়। বেশিরভাগ মানুষই এর ফলে খুবই অস্তিতে ভোগেন। 

প্রতিনিয়ত আমরা যেসব খাবার খাই তার পুরোটা হজম হয় না। হজম না হওয়া খাবারগুলো বৃহদন্ত্রে পৌঁছে বিপাক ক্রিয়া তৈরি করে এবং এই বিপাকের ফলে সৃষ্টি হয় গ্যাসের।

পেটে গ্যাস হওয়ার কারণ

  • নিশ্বাসে অতিরিক্ত বাতাস নেওয়ার ফলে বাতাসে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া পেটে গ্যাস তৈরি করতে পারে।
  • খাবারের বদঅভ্যাসের কারণে
  • কার্বনেটেড কোমল পানীয় (সোডা, বিয়ার গ্যাস তৈরি করতে পারে)
  • ঘুমানোর সময় অতিরিক্ত মুখ খোলা রাখার কারণে
  • বিভিন্ন ধরণের খাবার (শাক, ব্রকলি, ডাল, মটরশুটি)
  • কোষ্ঠকাঠিন্য সমস্যা
  • কিছু রোগ (ডাইভার্টিকুলাইটিস, থাইরয়েড ডিসফাংশান)

পেটের গ্যাস কমানোর ঔষধ

লোসেকটিল ক্যাপসুল

সেবন বিধি: সাধারণত ডাক্তাররা ওমিপ্রাজল সকালবেলায় অর্থাৎ দিনে একবার ব্যবহারের পরামর্শ দেন। যদি দিনে দুই বেলা সেবনের পরামর্শ দেওয়া হয় তাহলে সকালে এক ডোজ ও রাতে এক ডোজ সেবন করতে হবে। এই ওষুধটি (ক্যাপসুল) পানি দিয়ে গিলে খেতে হয়। ওষুধটি পেটে অস্বস্তি সৃষ্টি না করায় খাবার আগে অথবা খাবারের পরে যেকোনো সময় গ্রহণ করা যায়। যদিও শুধুমাত্র খাবারের ২০-৩০ মিনিট আগে ওষুধটি সেবনের কথা শোনা গেলেও ভরাপেটেও সেবন করা যায়। যদি ওষুধের কম ডোজে ভালো কাজ না করে তাহলে ডোজ বাড়িয়ে নেওয়া যাবে।

দাম: প্রতি পিস লোসেকটিল ২০ ক্যাপসুল এর দাম ৫ টাকা।

সারজেল ২০ ক্যাপসুল

সেবন বিধি: প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন দুটি ক্যাপসুল সেবন করবে। প্রতিদিন সকালে একটি এবং রাতে একটি। খাওয়ার ৩০ মিনিট পূর্বে সেবন করতে হবে। শিশুদের খাওয়ানো যাবে না। শিশুদের খাওয়ানো যাবে না।

দাম: হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির সারজেল ২০ ক্যাপসুল এর দাম ৭ টাকা মাত্র।

এছাড়াও আরো কিছু পেটের গ্যাস কমানোর ঔষধ রয়েছে। নিচে সেগুলোর নাম ও দাম দেওয়া হলো:
  • সেকলো (প্রতি পিস ৬ টাকা)
  • এক্সিলক ২০ (প্রতি পিস ২ টাকা)
  • ইসুটিন ২০ (প্রতি পিস ৭ টাকা)
  • মাক্সপ্রো (প্রতি পিস ৭ টাকা)
  • ফিনিক্স ২০ (প্রতি পিস ৭ টাকা)
Next Post Previous Post