চুলকানি দূর করার ঔষধের নাম [নিয়ম ও দাম]


জেনে নিন বিস্তারিত চুলকানি দূর করার ঔষধ
চুলকানি বিরক্তিকর একটি চর্মব্যাধির নাম। যখন আমাদের শরীর চুলকায় তখন আমাদের অনেক আরাম লাগে কিন্তু চুলকানোর পরেই শুরু হয় অসহ্য জ্বলুনি। মনে হয় সেই জায়গায় মরিচ বাটা লাগিয়ে দেওয়া হয়েছে।

চুলকানি কেন হয়?

আমাদের শরীরে চুলকানি হতে পারে পরিছন্নতা, আবহাওয়া ও স্পর্শজনিত কারণে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে দীর্ঘদিন বাস করা। 

আপনি যদি দীর্ঘদিন এক কক্ষে বেশি মানুষের সাথে একসাথে বসবাস করেন তাহলে এটি হতে পারে। আপনার কাপড়চোপড় যদি নিয়মিত পরিষ্কার না করেন তাহলেও হতে পারে। 

এছাড়া বিভিন্ন রোগের কারণে হতে পারে। থাইরয়েডজনিত রোগ, হরমোনজনিত রোগ, ডায়াবেটিস জনিত রোগ, লিভার ও কিডনি জনিত রোগের কারণে  হতে পারে। চুলকানি নিজে শুধু একটা রোগ না, তবে এটা অন্যান্য রোগের উপসর্গ হতে পারে। 

চুলকানি দূর করার ঔষধের নাম

লরিক্স ক্রীম

ব্যবহারের নিয়ম: এই ক্রিম ব্যবহারের পূর্বে সম্পূর্ণ শরীর ভালোভাবে গোসল করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। পরিবারের সকলের কাপড়চোপড় ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। গলা থেকে পা পর্যন্ত ভালোভাবে শরীরের সব জায়গায় এটি ব্যবহার করতে হবে। বিশেষ করে হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ভালোভাবে ম্যাসাজ করে লাগাতে হবে। এই ক্রীম ব্যবহার করার ৮ থেকে ২৪ ঘন্টা পর ভালোভাবে সাবান ও গরম পানি দিয়ে গোসল করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাত দিন পর আবার এই ক্রীম ব্যবহার করতে হবে।

দাম: প্রতিটি লরিক্স ক্রীম এর দাম ৬০ টাকা। অপসোনিন ফার্মা কোম্পানির এই চুলকানির ক্রিমটি যেকোন ফার্মেসি থেকে ক্রয় করতে পারবেন।

এছাড়া চুলকানি দূর করার ক্রিম ঔষধের নাম হলো:

  • Fungin
  • Fungin-B
  • Pevisone
  • পান্ডা মলম
  • Antifungal Cream
  • Fungidal-HC

বিলানেক্স ২০ ট্যাবলেট

খাওয়ার নিয়ম: ১২ বছর বা প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা প্রতিদিন সর্বোচ্চ একটি ট্যাবলেট সেবন করতে পারবেন। এর চেয়ে কম বয়সী শিশুরা দৈনিক অর্ধেক ট্যাবলেট সেবন করতে পারবে। তবে ছয় বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো যাবে না। এটি পানি দিয়ে খালি পেটে গিলে খেতে হবে। ট্যাবলেট ওষুধ সেবনের পাশাপাশি ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে তাড়াতাড়ি চুলকানি ঠিক হয়ে যাবে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি সেবন থেকে বিরত থাকার অনুরোধ রইলো। 

দাম: বিলানেক্স ২০ বীকন ফার্মাসিটিক্যালস পিএলসি কোম্পানির একটি ট্যাবলেট।

আরো কিছু চুলকানি দূর করার ট্যাবলেট ঔষধের নাম হলো:

  • Alatrol
  • Oradin
  • Darma 50
  • Rupadin 10 mg
  • Sedno
  • Atarax 250

চুলকানি হলে করণীয়

  • প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
  • পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
  • এটি ছোঁয়াচে রোগ তাই সতর্ক থাকতে হবে যাতে ছড়িয়ে না পড়ে।
  • ক্রিম ব্যবহারের পাশাপাশি ট্যাবলেট ওষুধ সেবন করতে পারেন।
  • চুলকানি বেশি হতে পারে এমন খাবার পরিহার করুন।যেমন: বেগুন, গরুর মাংস ও চিংড়ি মাছ ইত্যাদি।
  • অযথা আক্রান্ত স্থানে চুলকাবেন না।
  • নিমের গরম পানি ব্যবহার করতে পারেন।
Next Post Previous Post