পায়খানা কালো হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত

পায়খানা কালো হওয়ার কারণ জেনে নিন
মানুষের পায়খানা সাধারণত হলুদ বর্ণের হয়ে থাকে। তবে হঠাৎ করে যদি কালো পায়খানা হয় সেটি অবশ্যই চিন্তার বিষয়। কারণ এটি অনেক মারাত্মক রোগের উপসর্গ। তবে এটা নিয়ে খুব বেশি উদ্বেগের কিছু নেই। সাধারণ কিছু কারণেও এরকম হতে পারে। মলের রং কালো হওয়া মানেই জটিল কোন রোগের লক্ষণ এমনটা ভাবা সবসময়ই ঠিক নয়। এটা হুবহু কালো রঙের না হয়ে বাদামী রঙেরও হতে পারে। পায়খানা কালো হওয়া যেটি মেলেনা নামেও পরিচিত, একটি সাধারণ উপসর্গ যা বিভিন্ন ধরনের অন্তর্নিহিত অবস্থা নির্দেশ করতে পারে।

পায়খানা কালো হওয়ার কারণ

আমাদের মল কালো কিংবা বাদামী রং হওয়ার কিছু স্বাভাবিক ও অস্বাভাবিক কারণ নিম্নে আলোচনা করা হলো:

সাধারণ কারণ

  • আয়রন সাপ্লিমেন্ট এবং অন্যান্য ওষুধ (অ্যান্টিডিপ্রেসেন্টস এবং অ্যান্টিবায়োটিক)
  • কিছু বিশেষ খাবার (লাল মাংস এবং পালং শাক, ব্লুবেরি, লিকোরিস)
  • অ্যালকোহল সেবন করলে

অস্বাভাবিক কারণ

  • গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাত
  • লিভার ডিজিজ
  • কোলন ক্যান্সার
  • পেপটিক আলসার
  • পরিপাকতন্ত্রে প্রদাহের ফলে রক্তপাত হলে
  • পাচনতন্ত্রের সংক্রমণ, যেমন হেলিকোব্যাক্টর পাইলোরি (এইচ. পাইলোরি)

পায়খানা কালো হলে করণীয়

আপনার যদি পায়খানা অস্বাভাবিক কারণে কালো হয়ে থাকে তাহলে অন্তর্নিহিত কারণ নির্ণয় করার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হল যদি দেখেন সাধারণ কারণে হয় নাই তাহলেই বুঝতে পারবেন। তখন সেটা অবশ্যই খুবই উদ্বেগের বিষয় হবে।

আর যদি সাধারণ কারণে আপনার মন কালো হয়ে থাকে তাহলে দুশ্চিন্তার কিছু নেই। আপনার শরীর ও স্বাস্থ্য সবকিছু স্বাভাবিক রয়েছে।  কারণগুলো পরিহার করলেই আপনার এই সমস্যাটি চলে যাবে। এগুলো অল্প সময়ের জন্য হয়ে থাকে।

অস্বাভাবিক কারণে আপনার মলের রং কালো হলে অবশ্যই একজন রেজিস্টার্ড কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। কারণ এটি যে কোন মারাত্মক রোগের উপসর্গ হতে পারে।

Next Post Previous Post