পেট ব্যথার ঔষধের নাম [উপায়, ট্যাবলেট, নিয়ম ও দাম]

পেট ব্যাথার ট্যাবলেট ওষুধ সম্পর্কে বিস্তারিত
পেটে ব্যথা কমানোর ওষুধ: মানুষের পেট ব্যথা একটি সাধারণ সমস্যা। এর কারণে যে কেউ যেকোনো জায়গায় গিয়ে অস্বস্তিতে পড়তে পারে। তবে অধিকাংশ সময় এ ধরনের ব্যথা তেমন গুরুতর হয় না। অল্প কয়েক দিনের মধ্যে সাধারণ পেটে ব্যথা চলে যায়। 

এর অনেক সম্ভাব্য কারণ রয়েছে যেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর মধ্যে কিছু কারণ রয়েছে সাধারণ এবং কিছু রয়েছে জটিল। আপনি নিজে নিজে কারণ মিলিয়ে না দেখে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।

পেটে ব্যথা হওয়ার কারণ

  • গ্যাসের ব্যথার জন্য
  • অম্বলের ব্যথার জন্য
  • ভাইরাস সংক্রমণ হলে
  • ব্যাকটেরিয়া সংক্রমণ হলে
  • আলসার হলে
  • গলব্লাডার হলে
  • ডাইভার্টিকুলাইটিস সমস্যা থাকলে
  • নারীদের মাসিকের কারণে 
  • পিত্তথলিতে পাথর হলে
  • অ্যাপেন্ডিসাইটিস হলে
  • আইবিএস সমস্যা হলে
  • খাবার অসহনীয় হয়ে ওঠলে
  • হজমে সমস্যা থাকলে
  • দ্রুত খাবার খেলে
  • বেশি খাবার খেলে
  • কখনো বেশি ক্ষুধা পেলে এমনটা হয় 

পেট ব্যথা কমানোর প্রাকৃতিক উপায়

পেট ব্যথা কমানোর ঘরোয়া অনেক উপায় রয়েছে যেগুলো আপনাকে ঔষুধের উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। কারণ ওষুধ সেবনে রয়েছে নানাবিধ পার্শ্ব প্রতিক্রিয়া যা আপনার শরীরের জন্য ক্ষতিকর।

লেবু চা

লেবু চা পেট ব্যাথা কমাতে দারুণ কাজ করে থাকে। কারণ এতে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক বেশি কার্যকরী একটি উপাদান। এই চা তৈরি করতে প্রয়োজন হবে 

প্রয়োজনীয় উপকরণ:

  • ৩ কাপ গরম পানি
  • ১ চা চামচ চা পাতা
  • দুটি তুলসি পাতা 
  • ১টি লেবু

তৈরি প্রক্রিয়া: প্রথমে পানি গরম করতে হবে। গরম পানিতে তুলসী পাতা থেতলে দিতে হবে। এরপর পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সর্বশেষ চা পাতা দিয়ে পানি ছেঁকে লেবুর রস মিশিয়ে পান করতে হবে।

পেট ব্যথার ট্যাবলেট ঔষধের নাম (গ্যাসের কারণে হলে)

লোসেকটিল ক্যাপসুল

সেবন বিধি: প্রতিদিন ১টি করে ক্যাপসুল খাওয়ার পূর্বে সেবন করতে হবে। খাবার গ্রহণের ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পূর্বে এই ক্যাপসুল সেবন করবেন। দীর্ঘদিনের গ্যাসের সমস্যা হলে ২ সপ্তাহ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত সেবন করা যায়। শিশুদের খাওয়ানো যাবে না। তবে গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি সেবন করা যায়।

দাম: এস কে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড এর প্রতি পিস লোসেকটিল ২০ ক্যাপসুল এর দাম মাত্র ৫ টাকা।

এছাড়া আরো কিছু কার্যকরী পেট ব্যাথার ট্যাবলেট এর নাম নিচে তুলে ধরা হলো:

  • সেকলো ২০ (প্রতি পিস ৬ টাকা)
  • এক্সিলক ২০ (প্রতি পিস ৫ টাকা)
  • ওপি ২০ (প্রতি পিস ৫ টাকা)
  • রেনিটিডিন (প্রতি পিস ২ টাকা)
  • ইসোটিড ২০ (প্রতি পিস ৫ টাকা)
  • সার্জেল (প্রতি পিস ৭ টাকা)
  • ম্যাক্সপ্রো ২০ (প্রতি পিস ৭ টাকা)
  • ফিনিক্স ২০ (প্রতি পিস ৭ টাকা)
  • রাবিপ্রাজল (প্রতি পিস ৫ টাকা)

দ্রুত পেট ব্যাথা কমানোর ঔষধ এর নাম (গ্যাসের কারণে না হলে)

নরভিস ট্যাবলেট

সেবন বিধি: প্রতিদিন ৩টি করে ট্যাবলেট সেবন করতে হয়। সকাল, বিকাল এবং রাতে ১টি করে সেবন করতে পারেন। অবস্থা বেশি খারাপ হলে প্রতিবার ২টি করে ট্যাবলেট সেবন করা যাবে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে নারীদের সেবন না করাই উত্তম। তবে বেশি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ মত এটি সেবন করা যাবে। খাওয়ার পর ভরা পেটে সেবন করতে হবে।

দাম: স্কয়ার কোম্পানির প্রতি পিস নরভিস ট্যাবলেট এর মূল্য হলো ৮.৫০ টাকা এবং প্রতি পাতার মূল্য ৮৫ টাকা মাত্র।

এছাড়া আরো কিছু কার্যকরী পেটে ব্যথা কমানোর ওষুধ এর নাম নিচে উল্লেখ করা হলো:

  • এলজিন ট্যাবলেট
  • Mega - Spas Tablet

Next Post Previous Post