নাটিভো এর কাজ কি [উপাদান, ব্যবহারের নিয়ম ও দাম]

নাটিভো কীটনাশক এর কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন
সম্মানিত পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম Bongotutor.com ভিজিট করার জন্য। আজকের এই আর্টিকেল পড়ে আপনি জানতে পারবেন নাটিভো সম্পর্কে।

নাটিভো কীটনাশক এর কাজ কি

নাটিভো বায়ার কোম্পানির একটি ছত্রাকনাশক ঔষধ। এই ছত্রাকনাশক বিভিন্ন রকম ফসলের বিভিন্ন রকম কাজ করে থাকে।

  • এটি ধানের খোল পড়া রোগ প্রতিরোধ করে থাকে
  • ধান গাছের গিঁটে পচন হলে তা প্রতিরোধ করে থাকে 
  • এছাড়া ধানের বিভিন্ন রকম ব্লাস্ট রোগের কাজ করে থাকে
  • কলার সিগাটোকা রোগ প্রতিরোধ করে থাকে
  • বিভিন্ন রকম সবজির পচন রোধে কাজ করে থাকে
  • পেঁয়াজের পার্পল ব্লচ রোগের জন্য কাজ করে 
  • আম বা মরিচের এনথ্রাকনেজ রোগ প্রতিরোধ করে থাকে
  • এছাড়া এটি রসুনের আগামরা বা পাতা মরা রোগ প্রতিরোধ করে থাকে
  • যেকোনো ফসল বা সবজির পচন রোধে নাটিভো ব্যবহার করতে পারবেন

নাটিভো এর উপাদান

১ কেজি নাটিভো তে রয়েছে ৫০০ গ্রাম টেবুকোনজল এবং ২৫০ গ্রাম ট্রাইফক্সিস্ট্রবিন।

নাটিভো ফসলে ব্যবহার করার নিয়ম

নাটিভো বিভিন্ন রকম ফসলের বিভিন্ন মাত্রায় ব্যবহার করতে হয়। যেখান থেকে নাটিভো ক্রয় করবেন সেখানেই বিক্রেতার কাছ থেকে ভালোভাবে নাটিভো ব্যবহার করার নিয়ম-কানুন জেনে নিবেন।

নাটিভো এর দাম কত?

নাটিভো ৭৫ ডব্লিউপি ১০ গ্রাম এর দাম ১১৫ টাকা।

Next Post Previous Post