সারা গায়ে চুলকানি ঔষধ [নিয়ম ও দাম]

চুলকানির ঔষধ
সারা গায়ে চুলকানি, যা প্রুরিটাস নামেও পরিচিত, একটি সাধারণ অবস্থা যা বিভিন্ন কারণে হতে পারে। শরীরের বিভিন্ন স্থানে যেমন বাহু, পা, হাত, পা, পিঠ, ঘাড়, মাথার ত্বক এমনকি পুরো শরীরে চুলকানি হতে পারে।

সারা গায়ে চুলকানি হওয়ার কারণ

  • শুষ্ক ত্বক
  • অ্যালার্জি
  • পোকামাকড়ের কামড় (মশা, মাছি এবং ছাড়পোকা)
  • ত্বকের সংক্রমণ (ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ)
  • পরজীবী সংক্রমণ  (স্ক্যাবিস, উকুন)
  • হরমোনের পরিবর্তন 
  • কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া
  • লিভারের রোগ
  • স্নায়ুর ব্যাধি

সারা গায়ে চুলকানি ঔষধ

পেভিসোন ক্রীম

ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থানে এই ক্রীম দিনে দুইবার ব্যবহার করতে হবে। ব্যবহার করার পূর্বে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয়। কয়েকদিন ব্যবহার করলে আশা করি আপনি সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।

মূল্য: আপনি নিকটস্থ যে কোন ফার্মাসি থেকে এই ক্রীমটি ৭০ টাকা দিয়ে কিনতে পারবেন। ১০ গ্রাম আকারে এই ক্রীমটি পাওয়া যায়।

পেভিটিন ক্রীম

ব্যবহারের নিয়ম: এটি ব্যবহার করার পূর্বে আক্রান্ত স্থানটি হালকা গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যাবে। বিশেষ করে সবচেয়ে ভালো হয় সকাল এবং সন্ধ্যায় ব্যবহার করলে। আক্রান্ত স্থান ছাড়া এই ক্রিম লাগানো যাবে না তাহলে শরীরের ক্ষতি হতে পারে। রোগ ভালো না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে সেটা দুই সপ্তাহের বেশি হবে না। বাচ্চাদের ক্ষেত্রে অতি সতর্কতার সহিত ব্যবহার করতে হয়।

মূল্য: স্কয়ার কোম্পানির এই ক্রীমটি আপনি ৬৫ টাকা দিয়ে যেকোনো ফার্মেসি থেকে ক্রয় করতে পারবেন।

এছাড়া স্কয়ার কোম্পানি আরেকটা ক্রীম রয়েছে যেটির নাম হল ফানজিডাল-এইচসি ক্রীম। এটাও একই নিয়মে ব্যবহার করতে হবে। ১৫ গ্রামের এই ক্রীমের দাম মাত্র ৫৫ টাকা। 

এছাড়া সারা চুলকানির কিছু উল্লেখযোগ্য ক্রিম হলো:
  • Betameson Cl Cream
  • Fungin
  • Fungin-B
  • পান্ডা মলম

ফ্লুগাল ৫০ ট্যাবলেট

উপরোক্ত ক্রিমগুলো ব্যবহার করার পাশাপাশি আপনি স্কয়ার কোম্পানির একটি ট্যাবলেট খেতে পারেন যেটির নাম হল ফ্লুগাল ৫০ ট্যাবলেট। এই ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করতে হয় প্রাপ্তবয়স্কদের। একটানা ১৪ থেকে ২১ দিন পর্যন্ত সেবন করা লাগে।

এটি ছাড়াও আরো বেশ কিছু ট্যাবলেট ওষুধ রয়েছে যেগুলো নিচের উল্লেখ করা হলো:
  • Rupadin 10 mg Tablet
  • Sedno Tablet
  • Oradin Tablet
  • Darma 50 Tablet
  • Atarax 250 Tablet
Next Post Previous Post